Connect with us
ক্রিকেট

আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন যারা

Most Wicket Takers in IPL
ডোয়াইন ব্রাভো, রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল। ছবি- সংগৃহীত

ফ্রাঞ্জাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় নাম ভারতের আইপিএল। অর্থের ঝনঝনানি থেকে শুরু করে নামি-দামি কোচ ও ক্রিকেটারদের মিলনমেলা দেখা যায় আইপিএলে৷ কেউ কাউকে নাহি ছাড়৷ ব্যাটে-বলের লড়াইও হয় সমান তালে। ২০০৮ সালে অভিষেক হওয়া আইপিএল এখন পর্যন্ত পেরিয়েছে ১৬টি আসর। দরজায় কড়া নাড়ছে আইপিএলের ১৭তম আসর৷ তবে এ পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন যারা তাদের নিয়ে  নতুন করে আলোচনা চলছে।

আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল৷ তালিকায় আরো রয়েছেন ডোয়াইন ব্রাভো ও অমিত মিশ্রের নাম৷

এক নজরে আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন যারা

যুজবেন্দ্র চাহাল

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় প্রথম নামটি ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল৷ আইপিএলে এখন পর্যন্ত ১৪৫ ম্যাচে ৭.৬৬ ইকোনমিতে তাঁর উইকেট সংখ্যা ১৮৭টি। আইপিএলে চাহালের সেরা বোলিং ফিগার ৫/৪০। রাজস্থানের হয়ে কলকাতার বিপক্ষে তিনি এই কীর্তি গড়েন৷

ডোয়াইন ব্রাভো

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পেস বোলিং অলরাউন্ডারদের মধ্যে অন্যতম সফল নাম ডোয়াইন ব্রাভো৷ টি-টোয়েন্টিতে তাঁর বোলিংয়ে দেখা যায় যথেষ্ট কৃপণতার ছাপ৷ আইপিএলেও ব্যতিক্রম নয়৷ চেন্নাই, মুম্বাই ও গুজরাটের হয়ে তিনি আইপিএল মাতিয়েছেন৷ এখন পর্যন্ত ১৬১ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৮৩৷ ২০১৬ আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে তিনি করে দেখান ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। সে ম্যাচে ২২ রান খরচায় তুলে নেন ৪ উইকেট।

পিযুশ চাওলা

পাঞ্জাব, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের মতো চারটি ভিন্ন দলে খেলা পিযুশ চাওলা আইপিএলের অন্যতম সফল উইকেট শিকারী৷ এখন পর্যন্ত ১৭৯ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৮৩৷ এর মধ্যে তাঁর সবচেয়ে সেরা বোলিং ফিগার ৪/১৭।

Amit Mishra and Piyush Chawla

অমিত মিশ্র ও পিযুশ চাওলা। ছবি- সংগৃহীত

অমিত মিশ্র

সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চারে রয়েছেন আরেক ভারতীয় লেগ স্পিনার অমিত মিশ্র। এখন পর্যন্ত ১৬১ ম্যাচে ৭.৩৩ ইকোনমিতে তাঁর উইকেট সংখ্যা ১৭৩টি৷ আইপিএলে দিল্লী, ডেকান, হায়দরাবাদের হয়ে খেলা ছাড়াও ও সর্বশেষ লক্ষ্ণৌর জার্সিতে খেলছেন তিনি৷

রবিচন্দ্রন অশ্বিন

চেন্নাই সুপার কিংসের একাধিক ট্রফি জয়ে বল হাতে দারুণ অবদান রেখেছেন অশ্বিন। এখন পর্যন্ত আইপিএলে ১৯৭ ম্যাচে উইকেট তুলেছেন ১৭১টি৷ যা তাঁকে আইপিএলে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারে পরিণত করেছে৷

আরও পড়ুন: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার যারা 

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট