নামে-গুনে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি লিগ ভারতের আইপিএল। ক্রিকেটার থেকে শুরু করে কোচ, এমনকি স্পন্সর কোম্পানিও আইপিএলে নিজেদের নাম দেখতে মুখিয়ে থাকে৷ কারণটা পরিষ্কার, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও মানসম্মত পরিবেশের পাশাপাশি ক্রিকেটার ও কোচদের সর্বোচ্চ পারিশ্রমিক মিলে আইপিএলে৷ আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার যারা—এ আলোচনা তুঙ্গে থাকে সব সময়।
নামি-দামি ক্রিকেটারদের দলে ভেড়াতে কাড়ি কাড়ি অর্থ খরচ করে ফ্রাঞ্জাইজি দলগুলো৷ আগামী ২২ মার্চ গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএলের ব্যাটে-বলের লড়াই৷ তার আগে জেনে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কারা৷
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার যারা :
মিচেল স্টার্ক
আসন্ন আইপিএলে সবাইকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৪.৭৫ কোটি রুপিতে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে দু’বারের চ্যাম্পিয়নরা। জাতীয় দলের হয়ে অ্যাশেজ ও বিশ্বকাপে মনযোগ দিতে নিজেকে দীর্ঘদিনের জন্য ফ্রাঞ্জাইজি ক্রিকেট থেকে সরিয়ে রেখেছিলেন স্টার্ক৷
সর্বশেষ ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল খেলেছিলেন মিচেল স্টার্ক। দীর্ঘ ৮ বছর পর আইপিএলে নিজের প্রত্যাবর্তন এমন রাজকীয় হবে, হয়তো তা ভাবেননি স্বয়ং স্টার্ক৷ এখন পর্যন্ত আইপিএলে ২৭ ম্যাচে ৩৪ উইকেট তুলেছেন এ অজি পেসার৷
প্যাট কামিন্স
২০২৩ সালটা দুর্দান্ত কেটেছে প্যাট কামিন্সের৷ অজিদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতেছেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, অ্যাশেজ ও সর্বশেষ ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। তাতে ডানহাতি এই পেসারকে নিয়ে আইপিএলের নিলামে যে কাড়াকাড়ি হবে তা অনুমেয় ছিল। তবে সেটা যে মাত্রায় পৌঁছল তাতে হতবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার হিসেবে ২০.৫০ কোটি রুপিতে কামিন্সকে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ৷ আইপিএলের মঞ্চে এখন পর্যন্ত ৪২ ম্যাচে ৪৫টি উইকেট তুলেছেন কামিন্স। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ৩৫৯ রান। আসন্ন আইপিএলে প্যাট কামিন্স ও এইডেন মার্করামের মধ্যে কাকে অধিনায়কত্ব দেওয়া হবে, তা নিয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে সানরাইজার্স ম্যানেজমেন্টকে।
স্যাম কারান
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতে আইপিএলের নিলামে এসেছিলেন স্যাম কারান৷ ফলে তাঁকে দলে ভেড়াতে নিলামের টেবিলে যে কাড়ি কাড়ি অর্থ গুনতে হবে তা অনুমেয় ছিল৷ হয়েছেও তাই৷ ২০২৩ আইপিএলে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তাঁকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস৷
আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারদের মধ্য কারানের অবস্থান এখন তিনে৷ অবশ্য তাঁকে এতো পারিশ্রমিকে নেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল, তা প্রমাণ করেছেন তিনি৷ পাঞ্জাবের হয়ে গত আসরে তিনি ১৪ ম্যাচে ২৭.৬০ গড়ে করেন ২৭৬ রান। বোলিংয়েও ছিলেন দারুণ ছন্দে। ১৪ ম্যাচে হাত ঘুরিয়ে তুলে নেন ১০ উইকেট৷
ক্যামেরুন গ্রিন
হার্দিক পান্ডিয়ার রেখে যাওয়া জায়গা পূরণে নামি-দামি বোলিং অলরাউন্ডারের দিকে চোখ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের৷ তাই নিলামের টেবিলে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে বড় অঙ্কের অর্থ হাঁকানো ছিল অনুমেয়। যা ভাবনা তাই হলো৷ ২০২৩ আইপিএলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স৷
আইপিএলের ইতিহাসে পারিশ্রমিকের দিক থেকে এখন পর্যন্ত চতুর্থ সেরা ক্রিকেটার ক্যামেরুন গ্রিন। তাঁকে চড়া মূল্য দিয়ে কেনার প্রমাণ দিলেন ব্যাটে-বলে৷ ২০২৩ আইপিএলে ১৬ ম্যাচে ৫০ গড়ে রান করেন ৪৫২। এর মধ্যে রয়েছে একটি শতক ও দুইটি অর্ধশতক৷
বেন স্টোকস
আইপিএলের নিলামে বরাবরই এক লোভনীয় নাম বেন স্টোকস। ২০১৭ সালে আইপিএলে অভিষেক হওয়া এই ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়াতে চড়া মূল্য গুনতে হয় আইপিএলের দলগুলোকে৷ ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত টানা চার মৌসুমে ১২ কোটি ৫০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন স্টোকস৷
পরবর্তীতে ২০২৩ আইপিএলে তাঁকে রেকর্ড পরিমান ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস৷ যা তাঁকে আইপিএলের ইতিহাসে পারিশ্রমিকের দিক থেকে পঞ্চম সর্বোচ্চ ক্রিকেটারে পরিণত করেছে৷ তবে ইনজুরির কারণে দুই ম্যাচের বেশি খেলতে পারেননি তিনি৷
আরও পড়ুন: ক্রিকেটে এসেছে যত নতুন নিয়ম
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি