গত ১৫ জুন জার্মানি-স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে এবারের ইউরোর পর্দা উঠেছে। ইতোমধ্যে গ্রুপ পর্বের ম্যাচগুলো সমাপ্ত হয়েছে এবং নক আউট পর্বের জন্য চূড়ান্ত হয়েছে ১৬ টি দল। আগামী ২৯ জুন থেকে শুরু হবে শেষ ষোলোর পর্ব, যা শেষ হবে ৩ জুলাই।
নকআউট পর্বে দুইভাগে খেলা হবে যেখানে এক পাশে রয়েছে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, বেলজিয়াম, ডেনমার্ক, স্লোভেনিয়া ও জর্জিয়া। এই আট দল থেকে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পর একটি দল ফাইনালের মঞ্চে খেলবে।
আর অন্য পাশে রয়েছে ইতালি, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, তুরস্ক, রোমানিয়া, অস্ট্রিয়াও স্লোভাকিয়া। এই পাশ থেকে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের পর নির্ধারিত হবে অপর ফাইনালিস্ট দল।
আরও পড়ুন:
» কোপা আমেরিকায় সবচেয়ে বেশি শিরোপা জিতেছে যে দল?
» কোপা আমেরিকা ২০২৪ : এবারের আসরে প্রাইজমানি কত?
একনজরে ইউরোর শেষ ষোলোর সময়সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | বাংলাদেশ সময় |
২৯ জুন | সুইজারল্যান্ড-ইতালি | বার্লিন | রাত ১০টা |
৩০ জুন | জার্মানি-ডেনমার্ক | ডর্টমুন্ড | রাত ১টা |
৩০ জুন | ইংল্যান্ড-স্লোভাকিয়া | গেলসেন | রাত ১০টা |
১ জুলাই | স্পেন-জর্জিয়া | কোলন | রাত ১টা |
১ জুলাই | ফ্রান্স-বেলজিয়াম | ডুসেলডর্ফ | রাত ১০টা |
২ জুলাই | পর্তুগাল-স্লোভেনিয়া | ফ্রাঙ্কফুর্ট | রাত ১টা |
২ জুলাই | রোমানিয়া-নেদারল্যান্ডস | মিউনিখ | রাত ১০টা |
৩ জুলাই | অস্ট্রিয়া-তুরস্ক | লাইপজিগ | রাত ১টা |
ক্রিফোস্পোর্টস/২৭জুন২৪/বিটি