Connect with us
ক্রিকেট

শেষ ষোলোতে আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

argentina vs brazil
ব্রাজিল- আর্জেন্টিনা ফুটসাল দল। ছবি: সংগৃহীত

উজবেকিস্তানে চলছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর । ইতোমধ্যেই শেষ হয়েছে এবারের আসরের প্রথম পর্বের খেলা। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে শেষ ষোলোর লড়াই। জমজমাটপূর্ণ এই আসরে শেষ ষোলো নিশ্চিত করেছে ল্যাটিন আমেরিকার দুটি দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল।

২৪ দলের এই আসরে ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আসরের ২য় রাউন্ডের খেলা।

উজবেকিস্তানের এই আসরে প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করেছে ব্রাজিল। প্রতিটা ম্যাচেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে সেলেসাওরা। গ্রুপ পর্বের ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন : সিটির ৯৮ মিনিটের গোলে হৃদয় ভাঙল আর্সেনালের

অপরদিকে ব্রাজিলের মত বড় ব্যবধানে না জিতলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে, দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ২-১ গোলে, এবং সবশেষ তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

ফিফা ফুটসাল বিশ্বকাপের এবারের আসরের ২য় রাউন্ডের খেলা শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল এবং কোস্টারিকা। তবে আর্জেন্টিনার প্রতিপক্ষকে তা জানা জায়নি। ক্রোয়েশিয়া হতে পারে আর্জেন্টিনার প্রতিপক্ষ।

ক্রিফোস্পোর্টস/২৩সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট