Connect with us
ক্রিকেট

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচগুলো কখন?

Who are the opponents of Bangladesh in Super Eight, when are the matches?
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে চলমান বিশ্বকাপের তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-ডি এর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। 

টি-টোয়েন্টি বিশকাপের নবম আসরে ২০টি দল অংশগ্রহণ করেছে। এ, বি, সি,ডি- এই চারটি গ্রুপে ভাগ হয়ে খেলেছে দলগুলো। এর মধ্যে প্রতিটি গ্রুপ থেকে ২টি দল পরের রাউন্ডে অর্থাৎ সুপার এইটে উঠবে। সুপার এইটে থাকবে ২টি গ্রুপ। যেখানে গ্রুপ-১ এ খেলবে এ-১, বি-২, সি-১, ডি-২ এবং গ্রুপ-২ তে খেলবে এ-২, বি-১, সি-২, ডি-১।

গ্রুপ-ডি থেকে ডি-১ হিসেবে সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর ডি-২ হিসেবে সেরা আটের টিকিট কেটেছে বাংলাদেশ। তাই শান্তদের জায়গা হয়েছে গ্রুপ-১ এ, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এ-১ বা ভারত, বি-২ বা অস্ট্রেলিয়া এবং সি-১ বা আফগানিস্তান।

আরও পড়ুন:

» নেপালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর যা বললেন শান্ত

» সাকিব-ফিজদের বোলিং দাপটে নেপালকে হারিয়ে সেরা আটে বাংলাদেশ

আগামী ১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের লড়াই, যা চলবে ২৫ জুন পর্যন্ত। আর বাংলাদেশের লড়াই শুরু ২১ জুন। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। এরপর ২২ জুন ভারত এবং ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে  হাথুরে সিংহের শিষ্যরা।

সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

তারিখপ্রতিপক্ষসময়ভেন্যু
২১ জুনঅস্ট্রেলিয়াসকাল সাড়ে ৬টাঅ্যান্টিগা
২২ জুনভারতরাত সাড়ে ৮টাঅ্যান্টিগা
২৫ জুনআফগানিস্তানসকাল সাড়ে ৬টাসেন্ট ভিনসেন্ট

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট