Connect with us
ক্রিকেট

শান্ত অধিনায়কত্ব ছাড়লে দায়িত্ব নিতে পারেন কে?

Bangladesh team
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

প্রায় আট মাসের অধিনায়কত্বের যাত্রায় এবার ইতি টানতে চান নাজমুল হোসেন শান্ত। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় শান্তর নেতৃত্ব ছাড়তে চাওয়ার বিষয়টি। তবে তিনি দায়িত্ব ছাড়লে কে হবেন পরবর্তী টাইগার অধিনায়ক, তা নিয়ে শুরু হয়েছে ভাবনা।

ক্রিকবাজের সেই প্রতিবেদন অনুযায়ী নিজের পারফরমেন্সে মনোযোগ বাড়াতে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চান শান্ত। ক্রিকবাজকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি এবং একজন বোর্ড কর্মকর্তা। যদিও বোর্ড সভাপতি দেশের বাইরে থাকায় তার সিদ্ধান্ত এখনও জানা যায়নি। শেষ পর্যন্ত যদি শান্ত নেতৃত্ব ছাড়েন, তবে কিছুটা চিন্তায় পড়তে হবে বোর্ডকে।

কেননা আগামী বছরেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। তার আগে টাইগারদের সামনে রয়েছে লম্বা ব্যস্ত সুচি। এদিকে এখন পর্যন্ত জানা যায়নি নির্দিষ্ট কোনো ফরমেটে নাকি সকল ফরমেটের ক্রিকেটের দায়িত্ব ছাড়বেন শান্ত। এছাড়াও বোর্ড সভাপতি দেশের বাইরে থাকায় এখন পর্যন্ত তার কোন সিদ্ধান্ত জানা যায়নি।

আরও পড়ুন:

» অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত, মনোযোগ দিতে চান ব্যাটিংয়ে

» সেমির আগে অধিনায়ককে ঘিরে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে

এদিকে ক্রিকবাজের সেই প্রতিবেদন অনুযায়ী গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই সংক্ষিপ্ত ফরমেটের ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। তবে সে সময় বোর্ড কর্মকর্তাদের পরামর্শে আর ছাড়া হয়নি। যদিও চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আর দলের অধিনায়কত্ব ধরে রাখতে নারাজ তিনি।

শান্ত সরে দাঁড়ালে এখানে তার বিকল্প হিসেবে সবার আগে আসতে পারে মেহেদী হাসান মিরাজের নাম। ৭ বছরে আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পন্ন মিরাজকে আর তরুণ ক্রিকেটার বলা চলে না। ঘরোয়া ক্রিকেটে অসংখ্য বার নেতৃত্ব দিয়েছেন একাধিক দলে। এমনকি বয়স ভিত্তিক ক্রিকেটেও তাকে দেওয়া হতো অধিনায়কত্বের ভার।

Litton das, Mehedi Miraz, Taskin, Tawhid hridoy

নতুন অধিনায়কের বিবেচনায় যারা।

মিরাজ ছাড়াও অধিনায়কত্বের বিবেচনায় থাকতে পারেন তাসকিন আহমেদ। গেল ভারত সফরে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এই টাইগার পেসার। পারফরম্যান্স বিবেচনায় অনেকে টি-টোয়েন্টির জন্য তাওহীদ হৃদয়ের নামও সামনে আনতে পারেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও বিবেচনায় আসতে পারে লিটন কুমার দাসের নাম। এর আগেও জাতীয় দলে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে এই উইকেট রক্ষক ব্যাটারের। লাল সবুজের জার্সিতে সকল ফরমেটেই নিয়মিত খেলে থাকেন এই মিডল অর্ডার ব্যাটার। এদিকে বিপিএলের গত আসরে কুমিল্লার অধিনায়কত্বও করেছিলেন লিটন।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট