
গত দুই আসরে সুযোগ থাকলেও বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় আইপিএল খেলতে পারেননি তাসকিন আহমেদ। এবার লখনৌ সুপার জায়ান্টসের কোচিং প্যানেলে থাকা শ্রীধরন শ্রীরামের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ হয় ফ্র্যাঞ্চাইজিটির। ইনজুরিজর্জর লখনৌ দলে একজন পেসার নেওয়ার পরিকল্পনা করছিল তারা, আর সে কারণেই আশার আলো দেখছিলেন তাসকিন।
কিন্তু শেষ পর্যন্ত তার বদলে লখনৌ ভরসা রেখেছে ভারতের পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের ওপর। রিটেনশনে থাকা মহসিন খান পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়ার পর নতুন পেসার খুঁজতে যায় ফ্র্যাঞ্চাইজিটি। শার্দুলের ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের অভিজ্ঞতা বিবেচনা করে তাকে নেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, “মহসিন এখন ৫০ শতাংশ ফিট, পুরোপুরি মাঠে ফিরতে আরও ছয় সপ্তাহ লাগবে।” ফলে ২ কোটি রুপির বেস প্রাইজে শার্দুলকে দলে ভেড়ায় লখনৌ।
আরও পড়ুন:
» বিশ্বকাপের কথা মাথায় রেখে পাকিস্তান সিরিজের ফরমেট পরিবর্তন!
» চেন্নাইয়ের জার্সিতে খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে যা বললেন ধোনি
৯৫ ম্যাচে ৯৪ উইকেট শিকার করা শার্দুল শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন। লোয়ার মিডল অর্ডারে নেমে ৬৮ রানের এক ইনিংসও আছে তার ঝুলিতে। এবার লখনৌর পেস বিভাগ সামলাবেন তিনি, যেখানে আছেন বিদেশি পেসার শামার জোসেফ ও স্থানীয় রাজবর্ধন হাঙ্গারগেকার, প্রিন্স যাদবের মতো তরুণরা। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন আভেশ খান, আকাশ দীপ ও মায়াঙ্ক যাদব।
তাসকিনের জন্য এটি আরেকটি হতাশার অধ্যায়। দুই বছর আগে কলকাতা নাইট রাইডার্সও তাকে দলে নিতে চেয়েছিল, কিন্তু বিসিবির অনুমতি না পাওয়ায় সেই স্বপ্নও অপূর্ণ রয়ে যায়। এবার হয়তো এনওসি নিয়ে খুব বেশি জটিলতা ছিল না, কিন্তু ফ্র্যাঞ্চাইজির কৌশল বদলে যাওয়ায় সেটা সম্ভব হলো না। তাই আইপিএল খেলার সুযোগ পেতে আরও অপেক্ষায় থাকতে হতে পারে তাকে।
ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৫/এফএএস
