Connect with us
ফুটবল

ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

Those who got a place in the best eleven of the Euro Championship
ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা একাদশে স্প্যানিশদের আধিপত্য। ছবি- সংগৃহীত

ইউরোপ মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো চ্যাম্পিয়নশিপে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এক যুগ পর এই টুর্নামেন্টে শিরোপার দেখা পেল লা রোহারা। এবার টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফা, যেখানে চ্যাম্পিয়ন স্প্যানিশদের আধিপত্যই সবচেয়ে বেশি।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) ২০২৪ ইউরোর সেরা একাদশ প্রকাশ করেছে উয়েফা। ৪-৩-৩ ফর্মেশনে সাজানো এই একাদশে ৬ জনই স্পেনের। অন্যদিকে আরেক ফাইনালিস্ট ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন কেবল ১ জন। এছাড়া ফ্রান্স থেকে ২ জন এবং সুইজারল্যান্ড ও স্বাগতিক জার্মানি থেকে ১ জন করে ফুটবলার জায়গা করে নিয়েছেন।

এই একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের মাইক মাইগনান। রক্ষণভাগে রয়েছেন শিরোপাজয়ী মার্ক কুকুরেইয়া, ফ্রান্সের উইলিয়াম সালিবা, সুইজারল্যান্ডের, মানুয়েল আকাঞ্জি ও ইংল্যান্ডের কাইল ওয়াকার।

আরও পড়ুন:

» রিশাদের সফলতায় মুশতাকের পাশাপাশি যার ভূমিকা ছিল

» অবসরে গেলেন ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা 

মিডফিল্ড ও আক্রমণভাগে স্প্যানিশদের রাজত্ব, যেখানে ছয়জনের মধ্যে পাঁচজনই লা রোহাদের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন। সেরা একাদশের মিডফিল্ডে রয়েছেন দানি ওলমো ও ফাবিয়ান রুইজ ও রদ্রি ।

এছাড়া আক্রমণভাগে দুই উইংয়ে রয়েছেন স্প্যানের তরুণ বিস্ময়বালক লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। এই আসরে লামিন ১ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। আর নিকোর ২ গোল ও ১ অ্যাসিস্ট রয়েছে। এছাড়া আক্রমণভাগে রয়েছেন জার্মান তরুণ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। জার্মান কোয়ার্টার ফাইনালে বাদ পড়লেও ৩ গোল করে ৬ জনের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুট ভাগাভাগি করে নিয়েছেন এই ২১ বছর বয়সী তারকা।

ইউরো ২০২৪-এর সেরা একাদশ:

মাইক মাইগনান (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেইয়া (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন), লামিন ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)

ক্রিফোস্পোর্টস/১৬জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল