Connect with us
ক্রিকেট

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারদের তালিকায় জায়গা পেলেন যারা

Who got a place in the list of best ODI cricketers of the year
এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩ ভারতীয় এবং এক কিউই ক্রিকেটার। ছবি- সংগৃহীত

২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটে সংস্থা (আইসিসি)। এই তালিকায় জায়গা পেয়েছেন তিন ভারতীয় এবং এক কিউই ক্রিকেটার। ভারত থেকে জায়গা পাওয়া তিন ক্রিকেটার হলো- শুবমান গিল, বিরাট কোহলি এবং মোহাম্মদ শামি। আর নিউজিল্যান্ড থেকে রয়েছেন ড্যারিল মিচেল।

বিদায়ী বছরে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন শুবমান গিল। বছরজুড়ে ২৯ ইনিংসে ৬৩.৩৬ গড় ও ১০৫.৪৫ স্ট্রাইক রেটে ১৫৮৪ রান করেছেন এই বিধ্বংসী ব্যাটার। এর মধ্যে ৫ টি সেঞ্চুরি ও ৯ টি ফিফটি রয়েছে।

ব্যাট হাতে দারুণ একটা বছর পার করেছেন আরেক ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। গত ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। বিদায়ী বছরে ২৪ ইনিংসে ৭২.৪৭ গড় ও ৯৯.১৩ স্ট্রাইক রেটে ১৩৭৭ রান সংগ্রহ করেছেন এই ডান হাতি ব্যাটার। এর মধ্যে ৬ টি সেঞ্চুরি ও ৮ ফিফটি হাকিয়েছেন কোহলি।

ভারত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি বল হাতে খুবই সমৃদ্ধ একটি বছর পার করেছেন। বছরজুড়ে ১৯ টি ওয়ানডে ম্যাচে ৪৩ টি উইকেট শিকার করেছেন এই ডান হাতি পেসার।

২০২৩ সালে দারুণ ফর্মে ছিলেন নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল। বিদায়ী বছরে ২৫ ইনিংসে ১২০৪ রান করেছেন এই ডান হাতি ব্যাটার। এছাড়া বল হাতে ৯ টি উইকেট ও ফিল্ডিংয়ে ২২ টি ক্যাচও ধরেছেন মিচেল।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আম্পায়ারিং করবেন শরফুদ্দৌলা 

ক্রিফোস্পোর্টস/০৪জানুয়ারি২৪/ এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট