Connect with us
ক্রিকেট

বিপিএল শেষে কে কোন পুরস্কার পেলেন

Bpl 2024
বিপিএল। ছবি - গুগল

ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর মধ্যকার ফাইনাল ম্যচের মধ্য দিয়ে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪ আসরের। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে বিতরন করা হয় পুরস্কার। ট্রফিসহ সব মিলিয়ে ফাইনালের দিন  দেওয়া হয়েছে প্রায়  ৩ কোটি টাকার পুরস্কার। এক নজরে দেখে কার ঝুলিতে উঠলো কতো টাকা।

প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়া  ফরচুন  বরিশাল  ট্রফির পাশাপাশি পেয়েছে ২ কোটি টাকার অর্থ পুরস্কার। রানার্স আপ হওয়া  কুমিল্লা ভিক্টোরিয়ান্সেের ঘরে গেছে ট্রফির সঙ্গে ১ কোটি টাকা।

ফরচুন বরিশালকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি  পুরো আসরে দারুণ খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন তামিম ইকবাল । পুরো আসরে ৩  ফিফটিতে ৪৯২  রান করে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ৫ লাখ টাকাও জিতেছেন তিনি।

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার ৫ লাখ টাকা নিজের করে নিয়েছেন কাইল মায়ার্স। বরিশালকে  শিরোপা জেতানোর ম্যাচে ৫ চার ও ২  ছয়ে ৩০ বলে ৪৬  রান করার পাশাপাশি বোলিংয়ে ১ উইকেট নিয়েছেন  ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

সর্বোচ্চ উইকেটের শিকারের জন্য ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছেন টেবিলের তলানিতে থাকা দুরন্ত ঢাকা পেসার  শরিফুল ইসলাম। ১২  ম্যাচে ২২ উইকেট নিয়েছেন ঢাকার এই পেসার।

সেরা ফিল্ডারের পুরস্কার ৩ লাখ টাকা  জিতেছেন মোহাম্মদ নাঈম শেখ।

আরও পড়ুন: বিপিএলে ব্যাটে-বলে আলো ছড়িয়ে যারা আছেন সেরাদের কাতারে

ক্রিফোস্পোর্টস/২ মার্চ২৪/আরআর/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট