Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ শেষে কে কত টাকা প্রাইজমানি পেল?

India Celebrates
ভারতের শিরোপা উদযাপন। ছবি- ক্রিকইনফো

গেল রাতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো এই ফরমেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতকাল রাতে টুর্নামেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাজিত করেছে রোহিত শর্মার দল। আর এতেই সকল ফরমেটে ১৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত।

এদিকে চাপের মুখে বারবার ব্যর্থ হওয়ার অভ্যেস ধারাবাহিকভাবে ধরে রাখল দক্ষিণ আফ্রিকা। অষ্টম বারের চেষ্টায় সেমিফাইনাল বাধা টপকে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে প্রথমবারের মতো নেমেছিল প্রোটিয়ারা। তবে জয়ের খুব কাছে গিয়েও পরাজয়ের স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আরও একবার এই ট্রফি বাগিয়ে নিল ভারত।

এবারের প্রথমবারের মতো সর্বোচ্চ ২০ দল নিয়ে আয়োজন হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। মেগা এই টুর্নামেন্টের জন্য ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার বিশাল প্রাইজ মানি ঘোষণা করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যেখানে চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পেয়েছে সর্বোচ্চ ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি।

বিশ্বকাপ জিততে না পারলেও রানার্স আপ দল হিসেবে বড় অংকের প্রাইজমানি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল হেরে তারা পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১.২৮ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকা প্রায়। এদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুটি দল ইংল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকার কাছাকাছি।

টুর্নামেন্টের সুপার এইট রাউন্ডে জায়গা নিশ্চিত করা দলগুলোর জন্য ন্যূনতম প্রাইজমানি থাকবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকারও বেশি। সে হিসাবে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয়ার পরও কেবল প্রাইজমানি হিসাবে এই পরিমাণ অর্থ পেয়েছে বাংলাদেশ। এছাড়া ম্যাচ জয়ের সংখ্যা হিসেবেও অর্থ পেয়েছে টাইগাররা।

আরও পড়ুন :

ইউরো চ্যাম্পিয়নশীপে রাতে ডেনমার্কের মুখোমুখি জার্মানি

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালসহ আজকের খেলা (২৯ জুন ২৪)

বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল

অবসরের পর ভিন্ন ভূমিকায় দলের সঙ্গেই থাকবেন অ্যান্ডারসন

এবারের বিশ্বকাপে ম্যাচ প্রতি জয়ের জন্য দলগুলো পেয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার। সে হিসাবে তিন ম্যাচ জেতা বাংলাদেশ পাবে ৯৩ হাজার ৪৬২ ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ৬৫৩ টাকার সমান। সুতরাং সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৯৬২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ টাকারও বেশি।

গোটা আসরে বিরাট কোহলির ব্যাট থেকে রান না আসলেও ফাইনাল ম্যাচে দারুন ইনিংস খেলে ভারতকে জিতেছেন ম্যাচ। হয়েছেন ফাইনালের ম্যাচ সেরা। ৬টি চার ও ২টি ছক্কায় ৫৯ বলে ৭৬ রান করায় এই স্বীকৃতি মিলেছে তার। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতেরই জসপ্রীত বুমরাহ। ৮ ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৪.১৭ গড়ে রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন তিনি।

বিশ্বকাপের চমক হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তাদের দুই ক্রিকেটার আছেন ব্যাটে ও বলে সেরাদের তালিকার শীর্ষে। রহমানউল্লাহ গুরবাজ ৮ ম্যাচে ২৮১ রান করে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। অপরদিকে ৮ ম্যাচে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে সেরা বোলারদের তালিকায় শীর্ষে ফজল-হক ফারুকী।

আরও পড়ুন:

ইতালির বিদায়ের রাতে কোয়ার্টার ফাইনালে উঠল জার্মানি

ইউরোতে শেষ ষোলোর ম্যাচসহ আজকের খেলা (৩০ জুন ২৪)

মেসিদের বিশ্বকাপ জেতানো কোচ এক ম্যাচের জন্য দুঃসংবাদ পেলেন

ক্রিফোস্পোর্টস/৩০জুন২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট