ফুটবল পায়ে পেলে ছিলেন এক অনন্য চরিত্র। প্রায় ২২ বছরের পেশাদার ক্যারিয়ারে তাঁর দুই পায়ের নান্দনিক ছন্দ দিয়ে দর্শকদের মোহাবিষ্ট করে রাখতেন৷ গোল যেন তাঁর কাছে ছিল মামুলি বস্তু৷ গোটা ক্যারিয়ারে গোল করেছেন ১২৭৯ গোল৷ ফুটবল দুনিয়ায় এ কৃতিত্ব নেই আর কোনো ফুটবলারের।
মাত্র ১৭ বছর বয়সেই তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেন৷ এমনকি পুরো ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে তিনটি ও নিজ ক্লাব সান্তোসের হয়ে জিতেন দুটি বিশ্ব শিরোপা৷
পেলের খেলা প্রসঙ্গে বিখ্যাত দক্ষিণ আমেরিকান লেখক এদুয়ার্দো গালিয়ানো তাঁর ‘সকার ইন সান অ্যান্ড শ্যাডো’ বইতে লিখেছেন, পেলে যখন ছুটে চলতেন, তিনি প্রতিপক্ষদের ভেতর দিয়ে এগিয়ে যেতেন, যেভাবে মাখনের পেট চিরে এগিয়ে চলে গরম ছুরি। যখন তিনি থামতেন, তাঁর পায়ের ইন্দ্রজালে প্রতিপক্ষ হয়ে যেত মোহাবিষ্ট। তিনি যখন শূন্যে লাফাতেন, দেখে মনে হতো অদৃশ্য সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন তিনি। যখন তিনি ফ্রি-কিক নিতেন, মানবদেয়াল তৈরি করা প্রতিপক্ষের খেলোয়াড়েরা গোলপোস্টের দিকে মুখ করে থাকতেন, যাতে গোলটা দেখা থেকে বঞ্চিত না হন তাঁরা।
অবশ্য শুধু গোলে নয়, বর্তমানে ফুটবলে হ্যাটট্রিকেও ইতিহাসের সেরা ফুটবলার পেলে৷ গোটা ক্যারিয়ারের গোলের পাশাপাশি হ্যাটট্রিকও করেছেন ৯২টি৷ তাঁর চেয়ে বেশি হ্যাটট্রিক ফুটবল ইতিহাসে আর কারো নেই৷ অবশ্য পেলের বেশিরভাগ হ্যাটট্রিক এসেছে ফ্রেন্ডলি ম্যাচ থেকে। এর মধ্যে ঠিক কতগুলো অফিশিয়াল ম্যাচের হ্যাটট্রিক ছিল, সেই সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য জানা যায় না৷
তবে হ্যাটট্রিকে ফুটবল ইতিহাসের শীর্ষেই রয়েছেন৷ তালিকায় ৬৫ হ্যাটট্রিক নিয়ে দুয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি সৌদি প্রো লীগে তিন দিনের ব্যবধানে পেয়েছেন দুই হ্যাটট্রিক৷ সবমিলিয়ে আল-নাসরের হয়ে ইতোমধ্যে পাঁচটি হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পর্তুগীজ ফুটবল সম্রাট৷
রোনালদোর ঠিক পরেই রয়েছেন লিওনেল মেসি৷ ক্যারিয়ারে তাঁর হ্যাটট্রিক রয়েছে ৫৭টি৷ এর মধ্যে ৩৬টি হ্যাটট্রিক করেছেন সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে৷ মেসি ছাড়াও ৩১টি হ্যাটট্রিক নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন রবার্ট লেওয়ানডস্কি। অন্যদিকে ৩০টি হ্যাটট্রিক নিয়ে পাঁচে রয়েছেন উরুগুইয়ান সুপার স্টার লুইস সুয়ারেজ৷
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল খেলোয়াড় কে?
ক্রিফোস্পোর্টস/১মে২৪/টিএইচ/বিটি