Connect with us
ক্রিকেট

শান্তর পর টি-টোয়েন্টিতে কে হচ্ছেন নতুন অধিনায়ক?

Nazmul Hassan shanto talk with his team
বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। ছবি- সংগৃহীত

গত বছরই শোনা গিয়েছিল টি-টোয়েন্টি ফরমেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন নাজমুল হোসেন শান্ত। মূলত নিজের উপর থেকে চাপ কমাতে সংক্ষিপ্ত এই এক ফরমেটের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি। তবে মাঝে টি-টোয়েন্টি কোন খেলা না থাকায় বিষয়টি নিয়ে আলোচনা হয়নি তেমন।

তবে আগামী বছর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই পরিকল্পনা শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড– বিসিবি। আর তাই কে হবেন এই ফরমেটের নতুন অধিনায়ক, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেই বিষয়ে এবার কিছুটা বার্তাও দিয়ে রাখলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ শনিবার (৮ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান নতুন নেতৃত্বের প্রসঙ্গে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে। ইতোমধ্যে দুই একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব।’


আরও পড়ুন:

» ফাইনালের মঞ্চে ভারতের বড় চিন্তার নাম নিউজিল্যান্ড

» ছয় বছর পর ফিফা থেকে আর্থিক খাতের সুসংবাদ পেল বাফুফে


তাই ধারণা করা যায়, যে সকল ক্রিকেটারের অভিজ্ঞতা রয়েছে দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়ার, তাদের ওপর ভরসা রাখতে পারে ক্রিকেট বোর্ড। আর সেই তালিকায় বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবার আগে নাম আসবে লিটন কুমার দাসের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শান্তর অনুপস্থিতিতে এই সংক্ষিপ্ত ফরমেটে অধিনায়কত্ব করেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে খুব একটা সফল না হলেও নেতৃত্বে নজর করেছিলেন লিটন। বাংলাদেশকে সিরিজ জিতিয়েছিলেন ৩-০ ব্যবধানে। এদিকে টি-টোয়েন্টি ফরমেটে না হলে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনিও আছেন নতুন অধিনায়কের ভাবনায়।

যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে ফরমেটে দলকে সাফল্য এনে দিতে পারেননি মিরাজ। তবে তার নেতৃত্বে সম্প্রতি বিপিএলে ভালো অবস্থানে ছিল খুলনা টাইগার্স। এখানে আসতে পারে তাসকিন আহমেদেরও নাম। কেননা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছিলেন দলের সহ-অধিনায়ক। তবে অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে থাকতে পারেন লিটন।

ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট