ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর ২০২৩/২৪ মৌসুম শেষের পথে চলে এসেছে। সঙ্গে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট কে জিতবেন তার হিসাব-নিকাশও শুরু হয়ে গেছে। গত বারের জয়ী ম্যান সিটির নরওয়েজিয়ান তারকা ফুটবলার আর্লিং হলান্ড যে এবার আর জিততে পারছেন না তা প্রায় নিশ্চিত। কারণ এ মৌসুমে সেরা পাঁচ গোলদাতার তালিকায়ই ঠাঁই হয়নি হলান্ডের। গোল্ডেন বুটের লড়াইয়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন ক্লাব বদলে টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে নাম লেখানো হ্যারি কেন।
গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে টিকে থাকা সর্বোচ্চ পাঁচ গোলদাতা-
হ্যারি কেন: ৩৩ গোল
চলতি মৌসুমে বুন্দেসলিগায় ৩০ ম্যাচে ৩৩ গোল করে সবচাইতে এগিয়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন। দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের চেয়ে এখনো ৭ গোল ব্যবধানে এগিয়ে আছেন। তাই ক্যারিয়ারে প্রথম বারের মত হয়তো গোল্ডেন বুট জিততে চলেছেন কেন।
লিগে এখনো তার বাকি আছে চার ম্যাচ। এর আগে প্রিমিয়ার লিগে টটেনহামের হয়ে তিনবার গোল্ডেন বুট জিতলেও কখনো ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতা হয়নি তার। তাই প্রথমবারের মত এই আক্ষেপ ঘোচানোর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইংলিশ স্ট্রাইকার।
কিলিয়ান এমবাপ্পে: ২৬ গোল
লিগ ওয়ানে এবারও দুর্দান্ত শুরুর পরও কেইনের মত অতোটা গোল সংখ্যায় আগাতে পারেননি এই ফ্রেঞ্চ তারকা। এর অবশ্য যৌক্তিক কারণও আছে। মৌসুম শেষে রিয়াল মাদ্রিদে তার যোগদানের গুঞ্জন ডালপালা মেলতে শুরু করার পর থেকেই লিগে অনিয়মিত হয়ে পড়েন এমবাপ্পে।
তাকে ছাড়া খেলায় মানিয়ে নিতে চেষ্টায় ব্যস্ত পিএসজি কোচ লুইস এনরিকে। এরপরও লিগে চার ম্যাচ বাকি থাকতেই ২৬ গোল করে তার অবস্থান তালিকার দুই নম্বরে।
সেরহাউ গুইরাসি: ২৫ গোল
বুন্দেসলিগায় স্টুটগার্টের মত মাঝারি সারির দলের হয়ে চলতি মৌসুমে গুইরাসির গোল সংখ্যা ২৫ টি। গত মৌসুমে অফ ফর্মে কাটালেও গিনির এই ফরোয়ার্ডের কল্যাণে এবার লিগেও তিন নম্বর স্থান ধরে রেখেছে জার্মান ক্লাবটি। ২৪ ম্যাচে ২৫ গোল করা গুইরাসির এখনো হাতে থাকা বাকি ৪ ম্যাচে গোল সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে।
লাউতারো মার্তিনেজ: ২৩ গোল
ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার মৌসুমের শুরুটা করেছিল দুর্দান্ত। কিন্তু শেষ ৬ ম্যাচে প্রতিপক্ষের জাল একবারের জন্য কাঁপাতে পারেননি তিনি। এরপরও লিগে ২৯ ম্যাচে এই আর্জেন্টাইনের গোল ২৩ টি।
মিলানকে পেছনে ফেলে ইন্টারের ২০ তম সেরি আা জেতাতে মুখ্য ভূমিকা রেখেছেন তিনি। যদিও সাম্প্রতিক অফ ফর্ম কাটিয়ে গোল সংখ্যা বাড়িয়ে নিতে আরও পাঁচ ম্যাচে সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার।
লুইস ওপেন্দা: ২৩ গোল
বুন্দেসলিগায় আরবি লাইপজিগকে সেরা চারে টিকিয়ে রাখতে সবচেয়ে বড় অবদান লুইস ওপন্দার। দলকে হয়তো শিরোপা জেতাতে ব্যর্থ হয়েছেন কিন্তু তার ৩০ ম্যাচে ২৩ গোলের কল্যাণে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এখনো টিকে রয়েছে লাইপজিগ।
এখন দেখার পালা, বাকি ম্যাচগুলোতে তিনি নিজে সর্বোচ্চ গোলের তালিকায় সেরা পাঁচে টিকে থাকতে পারেন কি না।
আরও পড়ুন: সিদ্ধান্ত পাল্টে আরও এক মৌসুম বার্সাতেই থাকছেন জাভি
ক্রিফোস্পোর্টস/২৫এপ্রিল২৪/এমএস/বিটি