Connect with us
ফুটবল

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে কারা, ম্যাচ কবে-কখন?

Bangladesh Football Team
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত। ছবি- সংগৃহীত

এশিয়ান কাপ-২০২৭ এর আসর বসবে সৌদি আরবে। এবার আসন্ন সেই এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে। যেখানে ড্রতে বাংলাদেশের স্থান হয়েছে গ্রুপে ‘সি’তে। বাংলাদেশ ছাড়াও গ্রুপটিতে রয়েছে হংকং, সিঙ্গাপুর এবং শক্তিশালী ভারত।

২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপের বাছাইপর্বে অংশ নিবে মোট ২৪টি দল। ৪টি করে দল নিয়ে তৈরি করা হয়েছে ৬টি গ্রুপ। যেখানে প্রতিটি গ্রুপের দলগুলো মোট ৬টি করে ম্যাচ খেলবে। ম্যাচগুলো সাধারণত হোম এবং অ্যাওয়ে এমনভাবে মিলিয়ে আয়োজন করা হবে। এরপর প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলকে নিয়ে ২০২৭ সালে সৌদি আরবে বসবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই।

আরও পড়ুন:

» অধিনায়ক মিরাজের মন্থর ব্যাটিংয়েই কি হেরেছে বাংলাদেশ?

» যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা 

এবারের এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে মূলত ২৮তম ফিফা র‍্যাঙ্কিং অনুসারে। ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রকাশিত দলগুলো থেকে ২৪ টি দল বাছাই করা হয়েছে। এরপর এই ২৪টি দলকে ৪টি পটে ভাগ করে এদের গ্রুপ ভাগ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় অবস্থান ছিল ৪ নম্বর পটে।

এবারের এশিয়ান কাপ বাছাইয়ের ড্র’তে প্রথমে ৪ নম্বর পট থেকে দলের নাম তোলা হয়। যেখানে বাংলাদেশের নাম তিন নম্বরে থাকায় বাংলাদেশের অবস্থান হয়েছে ‘সি’ গ্রুপে। এরপর একে একে প্রথম থেকে তিন নম্বর পটের দলগুলোর নাম তোলা হয়। তখন সেখানে সিঙ্গাপুর, হংকং ও ভারতের নাম ওঠে। এতে করে বাংলাদেশের সঙ্গে এরাও গ্রুপ ‘সি’ তে অবস্থান করবে।

Bangladesh Football

বাংলাদেশ ফুটবল দল। ছবি- বাফুফে

২০২৭ এশিয়ান কাপের এই বাছাইপর্ব চলবে পুরো একবছর যাবৎ। ২০২৫ সালের মার্চে শুরু হয়ে শেষ হবে ২০২৬ সালের মার্চ মাসে। এসময় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর দেশে গিয়ে খেলবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো। এরই ধারাবাহিকতায় ভারত র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে ভারতের মাটিতে গিয়ে বাছাইপর্বের নিজেদের প্রথম ম্যাচ খেলতে হবে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম সাধারণত একই প্রক্রিয়ায় সংঘটিত হয়ে থাকে। এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের বাছাইপর্বের দ্বিতীয় ধাপে অবস্থান করা ১৮টি দল সরাসরি এশিয়া কাপে অংশ নিবে। অন্যদিকে বাকি ৬টি দলকে বাছাইপর্বের বাধা কাটিয়ে তারপরেই এশিয়া কাপে জায়গা করে নিতে হবে।

একনজরে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলো-

 তারিখ   ম্যাচ 
 ২৫ মার্চ ২০২৫  বাংলাদেশ বনাম ভারত
 ১০ জুন ২০২৫  বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
 ০৯ অক্টোবর ২০২৫  বাংলাদেশ বনাম হংকং
 ১৪ অক্টোবর ২০২৫  বাংলাদেশ বনাম হংকং
 ১৮ নভেম্বর ২০২৫  বাংলাদেশ বনাম ভারত
 ৩১ মার্চ ২০২৬  বাংলাদেশ বনাম সিঙ্গাপুর

প্রসঙ্গত, এখন পর্যন্ত বাংলাদেশ মাত্র একবারই এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে। ১৯৮০ সালে সেই যোগ্যতা অর্জন করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তাছাড়া বাকি সময়গুলোতে বাছাইপর্ব থেকেই বাদ পড়তে হয়েছে বাংলাদেশকে।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল