ইতোমধ্যে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের খেলা। যেখানে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই ফরমেটে শিরোপা জিতেছে ভারত। বিশ্বকাপ শেষে এবার টুর্নামেন্টের সেরা ক্রিকেটারদের নিয়ে একাদশ গঠন করেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।
গতকাল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ‘টিম অব দ্য টুর্নামেন্ট‘ লিস্ট প্রকাশ করেছে আইসিসি। সেরা এই একাদশে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সর্বোচ্চ ছয় ক্রিকেটার। এছাড়া সেমিফাইনাল খেলা আফগানিস্তানের রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ক্রিকেটার। তবে টুর্নামেন্টের রানার্স আপ দল দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটার নেই এই তালিকায়।
দক্ষিণ আফ্রিকার কোন ক্রিকেটার সেরা একাদশে না থাকলেও দ্বাদশ ক্রিকেটের হিসেবে আছেন একজন প্রোটিয়া বোলার। এদিকে প্রথমবারের মতো সুপার এইটে সুযোগ পাওয়া বাংলাদেশের কোন ক্রিকেটার জায়গা পায়নি আইসিসির তালিকায়। গেল বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কোন ক্রিকেটারও নেই আইসিসির সেরা একাদশে।
এছাড়া এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারও। জায়গা পায়নি গেল বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কোন প্রতিনিধি।
এক নজরে বিশ্বকাপের সেরা একাদশ :
১। রোহিত শর্মা (ভারত)
২। রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)
৩। নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
৪। সূর্যকুমার যাদব (ভারত)
৫। মার্কোস স্টোনিস (অস্ট্রেলিয়া)
৬। হার্দিক পান্ডিয়া (ভারত)
৭। অক্ষর প্যাটেল (ভারত)
৮। রশিদ খান (আফগানিস্তান)
৯। জাসপ্রিত বুমরাহ (ভারত)
১০। আর্শদীপ সিং (ভারত)
১১। ফজলহক ফারুকী (আফগানিস্তান)
অতিরিক্ত ক্রিকেটার:
১২। এনরিক নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা উভয় দলেই ছিল টুর্নামেন্টে অপরাজেয়। গ্রুপ পর্ব ও সুপার এইটে কোন ম্যাচ না হেরে তারা উঠে এসেছিল ফাইনালে। এদিকে দক্ষিণ আফ্রিকা অষ্টম বারের চেষ্টায় এই আসরে পার করেছিল সেমিফাইনাল বাধা। তাই দারুন একটি ফাইনাল ম্যাচ দেখবে ক্রিকেট বিশ্ব এমনটাই ছিল অনুমেয়।
তা ঠিক তেমনটাই দেখা গেছে ফাইনালের মঞ্চে। প্রায় দক্ষিণ আফ্রিকার মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন পূরণ হয়নি প্রোটিয়াদের। শেষ ছয় উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকার ৩২ বলে ৩৬ রান প্রয়োজন, এমন সমীকরণের ম্যাচ ৭ রানে জিতে শিরোপা উদযাপন করেছে ভারত।
আরও পড়ুন: বিশ্বকাপের ‘ফ্যান্টাসি’ একাদশে বাংলাদেশের রিশাদ, আর যারা আছেন
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৪/এফএএস