দেখে ঠিক ঠাওর করা যাচ্ছে না, তারা দুজন কে? একেবারে চাশ্রমিকদের মতোই বেশভুষা। তবে মলিন নয়, চেহারায় রয়েছে উজ্জ্বলতা। যা দেখে বোঝা যাচ্ছে তারা শ্রমিকের সাজে থাকলেও আসলে তারা অন্য কেউ। ঘটনা ঠিক, তারা বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের দুই অধিনায়ক। আসন্ন সিরিজের ট্রফি নিয়ে ফটোসেশন করেছেন।
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্যতম হলো দেশের চা–শ্রমিকরা। বছরের পর বছর চা প্রিয় বাঙালির তৃষ্ণা মিটিয়েও ন্যায্য মজুরি মেলে না নিরীহ চা শ্রমিকদের। সেই চা শ্রমিকের বেশে হাজির নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। হাতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।
বুধবার (৪ ডিসেম্বর) দেড়শতাধিক বছরের পুরোনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক। এই ছবিটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকে ভাসিয়েছেন প্রশংসায়।
আরও পড়ুন:
» গতিময় বোলারের তালিকায় দ্বিতীয় সেরা নাহিদ রানা
» ক্লাব বিশ্বকাপ: নেইমার-মেসির দল খেললেও নেই রোনালদোর আল নাসর
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি আগামী ৫ ডিসেম্বর মাঠে গড়াবে। আর ৭ ডিসেম্বর ৯ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটের মাঠে খেলা বলেই ফটোসেশনের জন্য সেখানকার ঐতিহ্যবাহী স্পট নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।
বাংলাদেশ সফরের শুরুটা ভালো হয়নি আইরিশ নারীদের। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা। তাই টি-টোয়েন্টি সিরিজে একটু পিছিয়েই থাকবে সফরকারী আয়ারল্যান্ড। অন্যদিকে বাংলাদেশ টানা তিন জয়ে তুমুল আত্মবিশ্বাসী রয়েছে।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, জাহানারা আলম, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও তাজ নাহার।
স্ট্যান্ডবাই: শামিমা সুলতানা, শারমিন সুলতানা ও দিশা বিশ্বাস।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৪/এজে