Connect with us
ক্রিকেট

বাংলাদেশের নতুন হেড কোচ কে এই ফিল সিমন্স?

Phil Simmons, the new head coach of Bangladesh
ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

চন্ডিকা হাথুরুসিংহেকে প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তাকে শোকজও করা হয়েছে। আজ (মঙ্গলবার) মিরপুর বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাথুরুসিংহের পরিবর্তে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ নিয়োগ পেতে যাচ্ছেন ফিল সিমন্স। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্ত-লিটনদের দায়িত্বে থাকবেন এই ক্যারিবিয়ান কোচ।

ফিল সিমন্সের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ফারুক আহমেদ বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা অন্তর্বর্তীকালীন প্রধান কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নতুন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে যোগ দিবেন ফিল সিমন্স । উনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করবেন।’

ফিল সিমন্স ১৯৮৭-১৯৯৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে খেলেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন একজন ব্যাটিং অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলেছেন তিনি। টেস্টে ২৬ ম্যাচে এক হাজার ২ রানের পাশাপাশি ৪টি উইকেট রয়েছে তার। ওয়ানডেতে ১৪৩ ম্যাচ খেলে ৩৬৭৫ রান এবং ৮৩টি উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটেও তার রেকর্ড বেশ সন্তোষজনক।

আরও পড়ুন:

» হাথুরুকে বরখাস্ত করলো বিসিবি, ৪৮ ঘণ্টার নোটিশ প্রদান

» জানা গেল প্রোটিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণার সম্ভব্য সময় 

সিমন্সের কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ২০০২ সালের দিকে খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটে সিমন্সের। এরপর যুক্ত হন কোচিং পেশায়। শুরুর দিকে জিম্বাবুয়ের হারাতেতে একটি কোচিং একাডেমিতে কাজ করতেন তিনি। এরপর ২০০৪ সালে জিম্বাবুয়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান সিমন্স।জিম্বাবুয়ের সঙ্গে এক বছরের মতো কাজ করেছেন তিনি।

এরপর ২০০৭-২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ সময় আয়ারল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সিমন্স। তার অধীনে বেশ কয়েকটি বড় জয় পেয়েছে আয়ারল্যান্ড। ২০১৫ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৬ সালে তার হাত ধরেই ভারতে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ক্যারিবিয়ানরা।

২০১৭-২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিমন্স। ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই অভিজ্ঞ কোচ।

এছাড়া ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও বিভিন্ন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিমন্স। যার মধ্যে রয়েছে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগের ব্রাম্পটন উলভস এবং পাকিস্তান সুপার লিগের করাচি কিংস। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিশেষজ্ঞ কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এই ক্যারিবিয়ান।

ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট