Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতার দায় কার? তদন্ত রিপোর্ট নিয়ে যা বললেন সুজন

Who is responsible for the failure of the World Cup
তদন্ত রিপোর্ট নিয়ে কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন। ছবি- সংগৃহীত

ভারত বিশ্বকাপে অনেক আশার ফানুশ উড়িয়ে বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ। কিন্তু দেশের ক্রিকেটপ্রমীদের আশাহত করে বিশ্বকাপে ভরাডুবি হয় সাকিব-মুশফিকদের। বিশ্বকাপে টাইগারদের এমন করুণ দশার কারণ বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিনের তদন্ত শেষ করে কমিটি ইতোমধ্যে সেই রিপোর্ট বিসিবির কাছে জমা দিয়েছে। তবে বোর্ড থেকে এখনও রিপোর্টের ফল জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এই বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিশ্বকাপে বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে নিয়োজিত থাকা বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

সম্প্রতি এক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই নাকি ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করেন। তামিমকে বিশ্বকাপ দলে নিতে হাথুরু দ্বিমত ছিল, এর জেরেই নাকি তামিম বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এ কারণে বিশ্বকাপ শুরুর আগে কম জলঘোলা হয়নি৷

এ বিষয়ে আজ (বুধবার) বিসিবি পরিচালক সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘বিসিবি এখনও তদন্ত রিপোর্ট প্রকাশই করেনি, তাহলে গণমাধ্যমে কিভাবে আসলো? যারা তদন্তের কাজ করেছেন তারা বোর্ড প্রেসিডেন্টের কাছে রিপোর্ট জমা করে দিয়েছেন৷ এখন প্রেসিডেন্ট যদি প্রকাশ করতে চান তো তিনি তা প্রকাশ করবেন। তাহলেই সত্য-মিথ্যা সম্পর্কে জানতে পারা যাবে। তবে এই রিপোর্ট বিসিবি থেকে প্রকাশ করা হবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই।’

‘আমার মতে তদন্ত রিপোর্টটা প্রকাশ করলে ভালো হবে। এতে আমাদের সমস্যাগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো। আর বোর্ড সেটা না চাইলে আমরা বোর্ড থেকেই সেসব সমস্যা সমাধানের চেষ্টা করবো। বিষয়টি বোর্ড এবং বোর্ড প্রেসিডেন্টের উপর নির্ভর করছে। ক্রিকেট একটি টিম গেম। এখানে একজনের কারণে কোন দল হেরে যাবে, এটি আমি বিশ্বাস করি না। আর দলের পরিকল্পনায় ভুল থাকলে সেটা আলাদা বিষয়’ – যোগ করেন সুজন।

আরও পড়ুন:  বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট মূল্য আকাশছোঁয়া! 

ক্রিফোস্পোর্টস/৬মার্চ২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট