Connect with us
ক্রিকেট

কলকাতার হয়ে খেলার সুযোগ পাওয়া কে এই সাকিব?

Shakib Hussain KKR
কলকাতার ক্যাম্পে সাকিব হুসাইন। ছবি- সংগৃহীত

আইপিএলের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিব নামটি ওতপ্রোতভাবে জড়িত। কেননা কলকাতার হয়ে ৭ টি আসরে প্রতিনিধিত্ব করেছেন সাকিব। তবে গত আসরে সুযোগ পেয়েও খেলেননি বাংলাদেশ অলরাউন্ডার। আর এবারের আইপিএল থেকেও নিজের নাম সরিয়ে নিয়েছেন এই তিনি। তবে এবার অন্য এক সাকিবকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। কলকাতার হয়ে খেলার সুযোগ পাওয়া কে এই সাকিব?

গত বছরের ডিসেম্বরে ২০২৪ আইপিএলের মিনি নিলামে সাকিব হুসাইন নামের এক ক্রিকেটারকে ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। সাকিব নাম হওয়ায় প্রথমে অনেকেই ধারণা করেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে পরক্ষণেই সবাই বুঝতে পারে তিনি আসলে বাংলাদেশি সাকিব আল হাসান নন।

কলকাতার হয়ে খেলার সুযোগ পাওয়া কে এই সাকিব হুসাইন?

সাকিব হুসাইন ভারতের বিহারের ক্রিকেটার। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রমতে, সাকিব তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য টেনিস বল ক্রিকেট খেলতেন। তবে ২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত এক ক্রিকেট লিগে দুর্দান্ত বোলিং করে সবার নজর কাড়েন এই পেসার। এরপর বিহার অনূর্ধ্ব-১৯ দলে ডাক পান ভারতীয় এই ক্রিকেটার।

বিহারের যুবদলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমীতে ক্যাম্পিংয়ের সুযোগ পেয়ে যান তিনি। এরপর ২০২২ সালে বিহারের হয়ে মুস্তাক আলি ট্রফিতে দারুণ পারফরম্যান্স করে আইপিএল ফ্রাঞ্চাইজগুলোর নজর কাড়েন তরুণ এই ক্রিকেটার। ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নেটে বল করেছেন পেসার সাকিব। তার বোলিং দেখে প্রশংসা করেছিলেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনি।

বছর পেরোতেই চেন্নাইয়ের নেট বোলার থেকে কলকাতার মূল দলে জায়গা করে নিয়েছেন সাকিব। আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে সাকিব বলেন, ‘যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, কখনো ভাবিনি আইপিএলে খেলার সুযোগ পাব। নিলাম চলাকালে বাড়িতে টিভি দেখছিলাম। প্রথমবার অবিক্রিত থাকায় কোচ রবিন স্যার ডেকে বলেছিলেন আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। তবে পরের রাউন্ডেই দল পেয়ে যাই এবং সবাই আনন্দে মেতে উঠে।’

২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই অর্থ দিয়ে সাকিব তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে চান, ‘আইপিএল থেকে যতটা অর্থ পাব তা পরিবারকে দেব। আর আমি কিছু ক্রিকেটীয় সরঞ্জাম ও জুতা কিনব।’

আরও পড়ুন: পিএসএলে নতুন মাইলফলক স্পর্শ করলেন শাহিন আফ্রিদি 

ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট