ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ অনেক দিনের। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। তবে সাম্প্রতিক মাঠের দেখায় পাকিস্তান থেকে যোজন যোজন এগিয়ে ভারত। তবে সমর্থক শিবিরে সবাই সমানে সমান। উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবার যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশ।
আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ মিশন শুরু করবে বিরাট কোহলিরা। তবে আগেই বিশ্বকাপ মিশন শুরু করা টিম পাকিস্তান প্রথম ম্যাচে হোচট খেয়েছে। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে আমির-বাবররা। বিশ্বকাপে টিকে থাকতে আজকের ম্যাচটি টিম পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
এদিকে দুদলই নিজেদের শেয়ার একাদশ নিয়ে খেলতে নামবে। দুদলের সমর্থকদের মনেই উঁকি দিচ্ছে স্কোয়াডে কারা থাকছেন?
আরও পড়ুন:
» বিশ্বাস হচ্ছেনা মাহমুদউল্লাহকে বাদ দিতে চেয়েছিল: হার্শা ভোগলে
» মুস্তাফিজের বোলিংকে ‘চোখের শান্তি’ বলছে চেন্নাই
» মেহেদি হাসান মিরাজের সঙ্গে আমির হামজার ছবি ভাইরাল
এক নজরে সম্ভাব্য একাদশ
জানা গেছে, গত ম্যাচ মিস করা ইমাদ ওয়াসিম ফিরছেন ভারতের বিপক্ষে। ইমাদ ফিরলে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন আজম খান। মূলত সাম্প্রতিক বাজে ফর্ম তাকে ছিটকে দিতে পারে দল থেকে। পাকিস্তানের হয়ে ১৪ ম্যাচ খেলে শূন্য রানেই আউট হয়েছেন চারবার। রান করেছেন মাত্র ৮ গড়ে। তাছাড়া উসমান খানও এই রেল লিস্টে থাকতে পারেন।
এছাড়া বোলার পরিবর্তনের সম্ভাবনা খুব কম। তবে উইকেট স্পিন ফ্রেন্ডলি হলে তিন পেসার নিয়ে খেলতে পারে আমিররা। এতে বাদ পড়তে পারেন হারিস রউফ।
অপরটিকে ম্যান ইন ব্লু শিবিরে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। তবে উইকেট বেশি স্পিন বান্ধব হলে অক্ষর প্যাটেলের বল হাতে নিতে পারেন কুলদ্বিপ যাদব।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।
ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বিপ সিং, মোহাম্মদ সিরাজ।
ক্রিফোস্পোর্টস/৯জুন২৪/এসএ