Connect with us
ক্রিকেট

আধুনিক ক্রিকেটে সেরা ফিল্ডার কে? কার নাম বললেন জন্টি রোডস

Crifo Rohds
আধুনিক ক্রিকেটে সেরা ফিল্ডার কে? কার নাম বললেন জন্টি রোডস

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডস, ক্রিকেটে একটি দলের জেতার জন্য প্রয়োজন তিন ডিপার্টমেন্ট এই ভালো করা, ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং। একটি ম্যাচে বোলিং ব্যাটিং বাদেও যে আলোচনায় আসা যায় তার উদাহরণ সরূপ প্রথমেই আসবে সাবেক এই ক্রিকেটারের নাম, তবে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান বিশ্বের সেরা ফিল্ডার কাদের মনে করেন, তা জানিয়েছেন।

এই ক্রিকেটারের মুখে যে দুইজন এর নাম এসেছে তারা দুইজনই ভারতীয়। তার মতে বর্তমান বিশ্বে সেরা ফিল্ডার হলেন ভাতের রবীন্দ্র জাদেজা এবং সুরেশ রায়না। জাদেজা খেলা চালিয়ে গেলেও রায়না ইতি টেনেছেন তার ক্যারিয়ারের। দুজনেই আবার খেলেছেন একসময় চেন্নাই সুপার কিংস এর হয়ে আইপিএল এ খেলতেন। তাদের দুজনের নাম নেওয়ার সাথে, কেন তাদের সেরা ফিল্ডার বলেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জন্টি বলেন, “দু’জন ভারতীয় ক্রিকেটারকে ফিল্ডার হিসাবে আমি খুব সম্মান করি। তারা হল, সুরেশ রায়না ও রবীন্দ্র জাদাজা। ওরা ভারতের দুই সেরা ফিল্ডার। তবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আধুনিক ক্রিকেটে কে বিশ্বের সেরা ফিল্ডার, তা হলে আমি জাদেজার নাম করব।”

আরও পড়ুন:

» ক্রিকেট মাঠে এমন উদযাপনও হয়! ভিডিও ভাইরাল

» তৃতীয় দিনের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

জাদেজাকে কেন তিনি সেরা ফিল্ডার বলেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন জন্টি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের মতে, মাঠের যে কোনও জায়গায় ফিল্ডিং করার দক্ষতার জন্যই জাডেজা সেরা। তিনি বলেন, “জাদেজাকে আমি সেরা বলছি, কারণ, ও যে কোনও জায়গায় ফিল্ডিং করতে পারে। ওকে মিড উইকেট, লং অন, শর্ট কভার, যে কোনও জায়গায় দাঁড় করিয়ে দেওয়া যায়। ও এত দ্রুত দৌড়াতে পারে যে ওর কাছে বল গেলে ব্যাটারেরা ভয় পায়। ক্যাচ ধরা বা জোরে থ্রো করার থেকেও এক জন ফিল্ডারের আসল গুণ, কত তাড়াতাড়ি সে বলের কাছে পৌঁছতে পারে। সেই কারণেই জাদেজা সেরা।”

শুধু ফিল্ডিং এই নয়, ব্যাটে বলে সব ক্ষেত্রেই রবীন্দ্র জাদেজা নিয়মিত ভালো করেছেন নিজের পুরো ক্যারিয়ারে। খেলেছেন ক্রিকেটের তিন ফরম্যাট। এইতো, ২ মাস আগেই ভারতের হয়ে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, এর পর পরই কোহলি ও রোহিত এর সাথে ঘোষণা দেন টি-টোয়েন্টিতে দেশের হয়ে আর খেলবেন না তিনি, তবে আইপিএল খেলা চালিয়ে যাবেন। বর্তমান বিশ্রামে আছেন এই অলরাউন্ডার, তবে সামনেই বাংলাদেশের সাথে টেস্ট সিরিজে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে।

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট