Connect with us
ফুটবল

রোনালদোর চোখে ইতিহাসের সেরা ফুটবলার যিনি

Tthe best footballer in history in Ronaldo's eyes
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

ইতিহাসের সেরা ফুটবলার কে এ নিয়ে বিতর্ক চলছে অনেক আগে থেকেই। অনেকের মতে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ইতিহাসের সেরা ফুটবলার। আবার অনেকের মতে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা সর্বকালের সেরা ফুটবলার। তবে এই বিতর্কের যেন শেষ নেই!

একসময় পেলে ও ম্যারাডোনার মধ্যে কে সেরা, সেটা নিয়ে তর্ক হতো। তবে এই সময়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যেও এই তুলনা চলেছে। কারো চোখে মেসি সেরা আবার কারো চোখে রোনালদো।

তবে ২০২২ সালে +মেসির বিশ্বকাপ জয়ের পর অনেকেই তাকে ইতিহাসের সেরা মানেন। যদিও বিষয়টি মানতে নারাজ রোনালদোর ভক্তরা। এমনকিও রোনালদো নিজেও মনে করেন না মেসি ইতিহাসের সেরা ফুটবলার। মেসির চেয়ে নিজেকে এগিয়ে রেখে এর আগেও অনেকবার মন্তব্য করেছেন রোনালদো। তবে এবার সেরার নির্ধারণে এক নতুন বিতর্কের জন্ম দিলেন এই পর্তুগিজ অধিনায়ক।


আরও পড়ুন:

» জাতীয় দলে কবে যোগ দেবেন হামজা, জানাল বাফুফে

» বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হচ্ছে না সাকিবের, থাকছেন কারা?


রোনালদোর চোখে পেলে, ম্যারাডোনা কিংবা মেসি কেউই ইতিহাসের সেরার ফুটবলার নন। তার চোখে তিনি নিজেই ইতিহাসের সেরা ফুটবলার।

সম্প্রতি স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতো’তে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমি সর্বকালের সেরা পরিপূর্ণ ফুটবলার। ক্রিশ্চিয়ানো পরিপূর্ণ নন বলাটা হবে মিথ্যার নামান্তর। আপনি মেসি, পেলে, ম্যারাডোনাকে পছন্দ করতে পারেন, আমি সেটা বুঝি এবং সম্মান করি।’

নিজেকে সর্বকালের সেরা দাবি করে রোনালদো বলেন, ‘আমি সর্বকালের সেরা। আমিই গোট। আমি এতে বিশ্বাস করি। আমি দ্রুত, আমি শক্তিশালী, আমি হেডে গোল করি, বাঁ পায়েও গোল করি। ফুটবল ইতিহাসে আমার চেয়ে সম্পূর্ণ খেলোয়াড় আর কেউ নেই।’

রোনালদোর এমন মন্তব্যে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মাঝে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল