Connect with us
ক্রিকেট

বিপিএলে ৭ দলের অধিনায়কত্বে থাকছেন যারা

Bpl 2024 all teams captain
বিপিএলের ট্রফির সাথে সকল দলের অধিনায়ক। ছবি- সংগৃহীত

আগামী পরশু শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যাবে ৭ দলের লড়াই। তবে আসরে কোন দলকে কে নেতৃত্ব দেবেন এই নিয়ে এতদিন ছিল ধোঁয়াশা। এবার টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে জানা গেল ৭ দলের অধিনায়কদের নাম।

শুরুতে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসাবে সাকিব আল হাসানের নাম ধারণা করা গেলেও এবার তিনি অধিনায়কত্ব করতে না চাওয়ায় পুরনো অধিনায়ক নুরুল হাসান সোহানকেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। এছাড়াও ইমরুল কায়েসের পরিবর্তে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসের ওপর।

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাদের পুরানো অধিনায়ক শুভাগত হোমের ওপরই রেখেছে আস্থা। খুলনা টাইগার্স পরিবর্তন করেছেন নিজেদের অধিনায়ক। এই আসরে দলকে নেতৃত্ব দেবেন ওপেনার এনামুল হক বিজয়। দুর্দান্ত ঢাকা ভরসা রাখছে মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর।

যথারীতি এবারও সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দিতে দেখা যাবে দেশ সেরা কাপ্তান মাশরাফি বিন মোর্ত্তজাকে। লম্বা সময় পর ক্রিকেটে ফিরেই ফরচুন বরিশালে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে নিয়েছেন তামিম ইকবাল। এই আসরে ৭ দলের মধ্যে ৪ দল নতুন অধিনায়কের নেতৃত্বে লড়বে শিরোপা জয়ের মিশনে।

টুর্নামেন্টে নিজেদের পুরনো অধিনায়ক ধরে রেখেছে চট্টগ্রাম, রংপুর এবং সিলেটের ফ্রাঞ্চাইজি। এছাড়া বাকি চার দলের মধ্যে কেবল রংপুর রাইডার্সে ইমরুল কায়েস দলে থাকার পরও তাদের অধিনায়কত্ব পরিবর্তন করা হয়েছে। বাকি সব দলের পুরনো অধিনায়করা এবার খেলবেন নতুন দলে।

আরও পড়ুন: বিপিএলে ধারাভাষ্যের মান বাড়াতে থাকছেন ৫ বিদেশি

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট