Connect with us
ফুটবল

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে ফেবারিট কে?

Who is the favorite in Brazil-Uruguay match?
কোপার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল ও উরুগুয়ে। ছবি- সংগৃহীত

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের মহারণে রবিবার (৭ জুলাই) মাঠে নামছে লাতিনের দুই শক্তিশালী দল ব্রাজিল ও উরুগুয়ে। কোয়ার্টারের বাধা পেরিয়ে সেমিফাইনালে ওঠার হাইভোল্টেজ এ ম্যাচে ফেবারিট দল হিসেবে মাঠে নামবে কারা?

অতীতের রেকর্ড দিয়ে বিচার করলে উরুগুয়ের চেয়ে অনেক এগিয়ে থাকবে ব্রাজিল। দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় চারটিতেই জয় পেয়েছে সেলেসাওরা। তাই এদিক থেকে এগিয়ে থাকছে ব্রাজিল।

তবে কাতার বিশ্বকাপের পর থেকে চেনা রূপে নেই ব্রাজিল। তিতের বিদায়ের পর বিশাল ছন্দপতন হয়েছে দলটির। বিশ্বকাপের পর উরুগুয়ের বিপক্ষে একবার মুখোমুখি হয়েছিল সেলেসাওরা। সে ম্যাচে নেইমার-ভিনিসিয়ুসদের ২-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভালভার্দে-নুনেজরা।

আরও পড়ুন:

» এক গোল দিয়েই সেমিফাইনালে উঠেছে ফ্রান্স!

» ভিনির বদলে উরুগুয়ের বিপক্ষে কাল যাকে খেলাবেন ব্রাজিল কোচ 

আর সাম্প্রতিক ফর্ম বিচার করলে ব্রাজিলের চেয়ে অনেক এগিয়ে থাকবে উরুগুয়ে। চলমান কোপা আমেরিকায় ম্যাড়মেড়ে পারফরম্যান্স করে কোয়ার্টারে উঠেছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সহজ প্রতিপক্ষ কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা। এরপর প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জয় পেলেও, কলম্বিয়ার কাছে ১-১ গোলে ড্র করে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ আটে জায়গা পেয়েছে দরিভাল জুনিয়রের দল।

অন্যদিকে গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে শেষ আট নিশ্চিত করেছে উরুগুয়ে। প্রথম ম্যাচে পানামাকে ৩-১, দ্বিতীয় ম্যাচে বলভিয়াকে ৫-০ এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়েছে মার্সেলো বিয়েলসার দলটি।

এছাড়া সবশেষ ১০ ম্যাচে ব্রাজিল ৩টি জয় পেয়েছে এবং ৩টি ম্যাচে হেরেছে। বাকি ৪ ম্যাচ ড্র হয়েছে। আর সবশেষ ১০ ম্যাচে উরুগুয়ের ৭ জয়ের বিপরীতে হার মাত্র ১টি। বাকি ২ ম্যাচ ড্র হয়েছে। এতে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে ফেবারিট দল হিসেবেই মাঠে নামবে উরুগুয়ে।

আগামীকাল রবিবার (৭ জুলাই) সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। নেভাডার অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল