২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পরই ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব থেকে সরে আসেন তিতে। তার পদ ছাড়ার ১ বছর পেরিয়ে যাওয়ার পরও নেইমারদের স্থায়ী কোনো কোচ নিয়োগ করতে পারেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে এবার স্থায়ী কোচ নিয়োগেই সব মনোযোগ দিয়েছে সিবিএফ বস রদ্রিগেজ। কে হতে যাচ্ছেন সেলেসাওদের পরবর্তী কোচ?
বেশ কিছু দিন যাবত শোনা যাচ্ছিল, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ২০২৪ সালে নিয়োগ করবে ব্রাজিল। কিন্তু ব্রাজিল ভক্তদের হতাশ করে মাদ্রিদের ক্লাবটির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আনচেলত্তি। তাই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগআউটে আপাতত আনচেলত্তিকে দেখতে পাওয়ার স্বপ্নটা অপূরণই থেকে গেল ব্রাজিল ভক্তদের।
ধারণা করা হচ্ছিল, ২০২৪ সালে রিয়ালের শেষ সবশেষ চুক্তির মেয়াদ শেষ করে তবেই ব্রাজিলে পাড়ি জমাবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। গণমাধ্যম থেকেও এমন সংবাদই বারবার প্রচার করা হচ্ছিল। তবে এর মধ্যেও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা ফার্নান্দো দিনিজের অধীনে বাজে সময় পার করছিল রদ্রিগো-রাফিনহারা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩ হারের বিপরীতে জয় ছিল মাত্র দুইটি ম্যাচে। দলের বাজে সময় কাটাতে তাই এবার পূর্ণকালীন কোচ নিয়োগের পথে হাঁটছে সিবিএফ।
পরিস্থিতি বিবেচনায় আপাতত ইউরোপীয় কোচের চিন্তা মাথা থেকে ঝেরে ফেলেছে ব্রাজিল। ব্রাজিলিয়ান লিগ ক্লাব সাও পাওলোর কোচ দরিভাল জুনিয়রই নেইমারদের কোচ হওয়ার দৌড়ে প্রথম পছন্দ। সিবিএফ বস রদ্রিগেজ জানান, তিনি দরিভালের বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সাও পাওলোর প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন। তারা অবশ্য এখনই দরিভালকে ছেড়ে দিতে রাজি নন। ধারণা করা হচ্ছে, শেষমেশ সমঝোতার মাধ্যমে দরিভালকেই সেলেসাওদের ডাগআউটে দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন: ২০২৪ সালে বাংলাদেশ ফুটবলের যত ব্যস্ততা
ক্রিফোস্পোর্টস/০৭জানুয়ারি২৪/এমএস/এমটি