Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কারা?

Highest run scorer in T20 World Cup history
তালিকায় আছেন বিশ্বের বাঘা বাঘা সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। ছবি- সংগৃহীত

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সবচেয়ে বড় আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে পর্দা উঠেছে টুর্নামেন্টের নবম আসরের। বৈশ্বিক আসরটি ঘিরে সমর্থকদের উন্মাদনা থাকে তুঙ্গে—এর মধ্যেই আলোচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কারা?

চার ছক্কার রোমাঞ্চকর এই আয়োজনে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন বিশ্বের বাঘা বাঘা সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। রান বন্যার ২০ ওভারের ক্রিকেটে এবার দেখে নেওয়া যাক বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কারা কারা স্থান পেয়েছেন—

বিরাট কোহলি

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। ২০১২ বিশ্বকাপে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২৮ ম্যাচে ২৬ ইনিংসে কোহলির মোট রান ১১৪২। অবাক করার বিষয় হলো, কোহলি এখনও ২০ ওভারের বিশ্বকাপে শতকের দেখা পাননি। ব্যাট হাতে তার সর্বোচ্চ ইনিংসটি ৮৯ রানের। তবে ভারতীয় কিংবদন্তির ব্যাটিং গড় চোখ কপালে তোলার মত। ৭৬.১৩ গড়ে ব্যাট চালান এই ভারতীয় রান মেশিন। ধারণা করা হচ্ছে, এটাই কোহলির শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে চলেছে।

Virat Kholi

বিরাট কোহলি। ছবি- গুগল

আরও পড়ুন :

» টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কে কত পাবে?

» টি-টোয়েন্টি বিশ্বকাপ : হাতছানি দিচ্ছে যত রেকর্ড

» টি-টোয়েন্টি বিশ্বকাপ : এবারের আসরে থাকছে যত নিয়ম

মাহেলা জয়াবর্ধনে

শ্রীলঙ্কার সাবেক টপ অর্ডার ব্যাটার মাহেলা জয়াবর্ধনে ক্রিকেট থেকে অবসরে গেছেন আরও অনেক আগে। ৩১ ইনিংসে এই ডান হাতি ব্যাটারের রান ১০১৬। তিনি এই তালিকার দুইয়ে অবস্থান করছেন। বিশ্বকাপে তার সর্বোচ্চ ইনিংস ১০০ রানের। লঙ্কানদের হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ী জয়াবর্ধনের ব্যাটিং গড় ৩৯.০৭। জাতীয় দলের হয়ে এই কিংবদন্তি ৫টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন।

mahela jaybardhane

মাহেলা জয়াবর্ধনে। ছবি- গুগল

রোহিত শর্মা

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে ভারতের টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার হয়ে নয়টি বিশ্বকাপ আসরেই খেলা একমাত্র খেলোয়াড়ও তিনি। ৩৭ ইনিংসে এই ‘হিট ম্যান’র মোট রান ১০১৫।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অর্ধ শতক হাঁকিয়ে বিশ্বকাপে হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন ভারতীয় কাপ্তান। রোহিতের ব্যাটিং গড় ৩৬.২৫ ও বিশ্বকাপে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেছেন এই ভারতীয় ওপেনার।

Rohit Sharma

রোহিত শর্মা। ছবি- গুগল

ক্রিস গেইল

টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় ক্রিস গেইলকে। বিশ্বে এমন কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নেই যেখানে তিনি খেলেননি। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব আছেন তালিকার চার নম্বরে। ক্যারিবীয়দের হয়ে ৭ বিশ্বকাপে ৩১ ইনিংসে গেইলের রান ৯৬৫। উইন্ডিজদের হয়ে জিতেছেন ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ক্যারিবীয় ওপেনারের ব্যাটিং গড় ৩৪.৪৬।

Chris Gayle

ক্রিস গেইল। ছবি- গুগল

তিলকরত্মে দিলশান

শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তিনি। লঙ্কানদের হয়ে ২০১৪ বিশ্বকাপ জয়ী দিলশান বিশ্বকাপে ৩৪ ইনিংসে ৩০.৯৩ গড়ে মোট ৮৯৭ রান করেছেন। তালিকার পাঁচে থাকা সাবেক এই ডান হাতি ব্যাটার সর্বোচ্চ ৯৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন।

tillakaratne dilshan

(Tillakaratne dilshan) তিলকরত্মে দিলশান। ছবি- গুগল

ডেভিড ওয়ার্নার

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছয়ে আছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার। অজিদের হয়ে ৩৫ ইনিংসে এই বাঁ হাতি ব্যাটারের রান ৮৬২। চলতি বিশ্বকাপ দিয়েই তাই হাজার রানের মাইলফলক স্পর্শ করার প্রবল সম্ভাবনা রয়েছে তার সামনে। ধারণা করা হচ্ছে চলতি বিশ্বকাপের পর অজিদের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আর নাও দেখা যেতে পারে এই সংস্করণে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহককে। বিশ্বকাপে ২৬.১২ গড়ে ব্যাট করা মারকুটে ওয়ার্নারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ৮৯ রানের।

David Warner

(David Warner) ডেভিড ওয়ার্নার । ছবি- গুগল

জশ বাটলার

তালিকার সাতে আছেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জশ বাটলার। বিশ্বকাপে এখন পর্যন্ত ২৭ ইনিংসে ৪২.০৫ গড়ে বাটলারের সংগ্রহ ৭৯৯ রান। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০১ রানের ব্যক্তিগত ইনিংস খেলা এই ইংলিশ ব্যাটারের বিশ্বকাপ অভিষেক হয় ২০১২ সালে। চলতি বিশ্বকাপে ইংল্যান্ড ব্যাটিং অর্ডারে তিনি অন্যতম ভরসা।

josbatler

(josbatler) জশ বাটলার । ছবি- গুগল

আরও পড়ুন :

» টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : নজরে তরুণ যে ক্রিকেটাররা

» টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলিং কীর্তির তালিকায় মুস্তাফিজুর রহমান

সাকিব আল হাসান

ব্যাটারদের তালিকার ৮ নম্বরে টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ বিশ্বকাপ আসরে অংশ নেওয়া দুজনের একজন তিনি। এখন পর্যন্ত বিশ্বকাপে ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড়ে সাকিবের সংগ্রহ ৭৪২ রান। টাইগার অলরাউন্ডারের বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসটি ৮৪ রানের। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৪৭ উইকেটের মালিকও এই টাইগার পোস্টার বয়।

shakib al hasan

(shakib al hasan) সাকিব আল হাসান। ছবি- গুগল

এবি ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ২৯ ইনিংসে ২৯.৮৭ গড়ে ৭১৭ রান করে তালিকার নয় নম্বরে স্থান পেয়েছেন। সাবেক এই মারকুটে ব্যাটারের বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরটি ৭৯ রানের। আফসোসের বিষয় হলো, প্রোটিয়াদের হয়ে সবশেষ ২০১৬ বিশ্বকাপ খেলা ডি ভিলিয়ার্স জাতীয় দলের হয়ে কখনো কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জিততে পারেননি।

» ২০২৪ সাল কার কেমন কাটছে তা নিশ্চিত করে বলা না গেলেও ক্রীড়াপ্রেমীদের জন্য বছরটা ‘সোনায় সোহাগা’। এ বছর একসঙ্গে বেশ কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টের সাক্ষী বিশ্ব ক্রীড়াঙ্গন। ২০২৩ সালের শেষ নাগাদ ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামার পর ২০২৪ সালেও দম ফেলার ফুরসত পাচ্ছেন না ক্রীড়ামোদিরা

ab de villiers

(ab de villiers) এবি ডি ভিলিয়ার্স। ছবি- গুগল

কেন উইলিয়ামসন

সর্বোচ্চ রানের এই তালিকার ১০ নম্বরে আছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে ক্রিকেট বিশ্বের অন্যতম অভাগা ক্রিকেটারও বলে থাকেন অনেকে। কিউইদের একাধিক আইসিসি ইভেন্টের ফাইনালে নিয়ে গেলেও কখনো শিরোপা জিততে পারেননি তিনি। ২০ ওভারের বিশ্বকাপে ২৪ ইনিংসে উইলিয়ামসনের রান ৬৯৯। বিশ্বকাপে ৩৩.২৮ গড়ে ব্যাট চালানো এই টপ অর্ডার সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেছেন। এবারও তার অধীনেই বিশ্বকাপে দল পাঠিয়েছে নিউজিল্যান্ড।

ken williamson

(ken williamson) কেন উইলিয়ামসন। ছবি- গুগল

২০২৪ সাল কার জন্য কেমন কাটছে বা কাটবে তা নিশ্চিত করে বলা না গেলেও ক্রীড়া প্রেমীদের জন্য বছরটা ‘সোনায় সোহাগা’ হওয়ার জোগাড়। কেননা এবছর একসঙ্গে বেশ কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ২০২৩ সালের শেষ নাগাদ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামার পর ২০২৪ সালেও দম ফেলার ফুরসত পাচ্ছেন না ক্রীড়ামোদিরা।

ইউরোপের ঘরোয়া লিগগুলো ইতোমধ্যেই শেষ। এ বছরের ১ জুন সম্পন্ন হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, যেখানে রেকর্ড ১৫তম বারের মত শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ১৪ জুন থেকে আবার জার্মানিতে পর্দা উঠতে যাচ্ছে ২০২৪ ইউরো আসরের। এছাড়াও লাতিন আমেরিকা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা-২০২৪ এর শুরু হবে ২১ জুন থেকে।

অপরদিকে চলতি বছরের ২৭মে ১৭তম আইপিএল আসর শেষ হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ শুরু হয়েছে ২ জুন। এবারের আসরে যৌথভাবে আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিফোস্পোর্টস/৮জুন২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট