শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মত তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের থেকে এক ম্যাচ দূরে ছিল বাংলাদেশ। টানটান উত্তেজনাকর সিরিজটি যদিও শেষ পর্যন্ত হাত ছাড়া করেছে টাইগাররা। প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করে ৩ রানে হারলেও দ্বিতীয় ম্যাচেই লংকানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের আশা জাগায় নাজমুল শান্তর দল। কিন্তু সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে সফরকারীদের ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্যে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।
শ্রীলঙ্কা সিরিজটি যোগ্য দল হিসেবেই অবশ্য নিজেদের করে নিয়েছে। টাইগার ক্রিকেটারদের চেয়ে লঙ্কানদের পারফরমেন্স বেশি চোখে পড়ার মত ছিল। ফলস্বরূপ সফরকারীদের দুর্দান্তভাবে টি-টোয়েন্টি সিরিজটি নিজেদের করে নেয়া। বোলারদের পারফর্মেন্সের বিচারে সিরিজে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী শ্রীলংকার নুয়ান থুশারা। আরও চমকপ্রদ বিষয়, মাত্র এক ম্যাচেই হ্যাট্রিকসহ পাঁচ উইকেট শিকার করেন এই লঙ্কান পেসার।
সিরিজ নির্ধারণী ম্যাচে থুশারা একাই বাংলাদেশের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দেন। তিন ম্যাচে চার উইকেট নিয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশী পেসার তাসকিন আহমেদ। ২৫.৭৫ গড়ে ৪ উইকেট নেন এই টাইগার পেসার। ২২.০০ গড়ে ৩ ম্যাচে ৩ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে আছেন আরেক লঙ্কান পেসার দাসুন শানাকা।
এ তো গেলো বোলিং ইউনিট, ব্যাটারদের তালিকায় লঙ্কানদের আরও জয়জয়কার। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম তিন ব্যাটারই সফরকারীদের। তিন ম্যাচে সর্বোচ্চ ১৮১ রান করে তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস। ম্যাচ প্রতি ৬০.৩৩ গড়ে রান করেছেন এই বাঁ হাতি ব্যাটার। তালিকার দুইয়ে থাকা চারিথ আসালাঙ্কা সিরিজে সবকটি ম্যাচ খেলে ৩৭.৫০ গড়ে ৭৫ রান করেছেন। আর তিনে থাকা আরেক লংকান ব্যাটার সামারাবিক্রমাও ৭৫ রান করেছেন।
টি-টোয়েন্টির লড়াই শেষে এবার দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে। আগামী ১৩ মার্চ থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে।
আরও পড়ুন: বিপিএলে সেরাদের কাতারে ছিলেন, জাতীয় দলে কবে ফিরছেন সাইফউদ্দিন?
ক্রিফোস্পোর্টস/১০মার্চ২৪/এমএস/এফএএস