বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে ভারতীয় খেলোয়াড়দেরই ভাবা হয়। আইপিএল নিলামে উচ্চ মূল্য, জাতীয় দলে ভালো বেতন কিংবা বিজ্ঞাপন ও ব্যবসা করে কোটি কোটি রুপি ইনকাম করেন ভারতীয় খেলোয়াড়রা। আর এ কারণেই সবচেয়ে ধনী ক্রিকেটারের নাম বললে প্রথমে চলে আসে বর্তমানের রোহিত-কোহলি কিংবা অবসরপ্রাপ্ত শচীন-ধোনিদের নাম। তবে প্রকৃতপক্ষে এদের কেউই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার নন। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার হিসেবে যে বিবেচিত হয় তাঁকে অনেক ক্রিকেট ভক্তরাও ভালোভাবে চিনে না। কে এই ক্রিকেটার?
বিশ্বে সবচেয়ে ধনী ক্রিকেটারের নাম আর্যমান বিড়লা। তিনিও ভারতের ক্রিকেটার। যিনি ভারতের বিখ্যাত আদিত্য বিড়লা গ্রুপ পরিবারের সন্তান। তিনি বংশগত টাকায় হাজার কোটি টাকার মালিক হলেও ক্রিকেটার হিসেবেও ছিলেন পেশাদার। খেলেছেন রঞ্জি ট্রফিতেও। সেখানে তাঁর একটি সেঞ্চুরিও আছে। আইপিএল নিলামে নাম দিয়েও পেয়েছিলেন দল। আইপিএলে খেলা না হলেও তাঁকে কিনেছিল আইপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস।
আর্যমান বিড়লার জন্ম ১৯৯৭ সালে। জন্ম মুম্বাইতে হলেও শৈশব ও বেড়ে ওঠা মধ্যপ্রদেশের রেওয়ায়। মূলত আদিত্য গ্রুপের সিমেন্ট ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল মধ্যপ্রদেশে। ফলে সেখান থেকেই ক্রিকেটের হাতেখড়ি আর্যমানের। খুব দ্রুতই জুনিয়র পর্যায়ে নিজের সামর্থ্যের পরিচয় দেন তিনি। ফলে সিনিয়র পর্যায়েও সুযোগ পেয়ে যান দ্রুতই।
তবে প্রথম দিকে ক্রিকেটে আসলে তখন তাঁকে সবাই বিড়লার ছেলে বলে সম্বোধন করতো ফলে সে বিব্রতবোধ করত। কারণ আর্যমান নিজের পরিচয়ে পরিচিত হতে চেয়েছিলেন। যদিও পরে নিজেকে পরিচিত করে তুলতে সক্ষম হয়েছিলেন। একদা ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে আর্যমান বলেন, ‘আমাকে শুরুর দিকে সবাই ‘বিড়লার ছেলে’ এবং ‘বিড়লার নাতি’ সম্বোধন করতো। এতে করে আমার কিছুটা অস্বস্তি হতো। তবে এখন আমি নিজেকে প্রস্তুত করতে পেরেছি এতেই ভীষণ খুশি আমি। এখন সবাই আমার পরিচয়ে ডাকে।’
আরও পড়ুন:
» পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বাংলাদেশ
» প্রথমবার ক্লাব বিশ্বকাপে মায়ামি, মেসিদের প্রতিপক্ষ কারা?
২০১৭ সালের নভেম্বরে প্রথম শ্রেণীর ক্রিকেটে রঞ্জি ট্রফিতে অভিষেক ঘটে আর্যমান বিড়লার। সেইবার খেলেছিলেন মধ্যপ্রদেশের হয়ে ওডিশার বিপক্ষে। প্রথম ম্যাচে রজত পতিদারের সঙ্গে ইনিংস শুরু করতে নামেন আর্যমান। করেন ৬৭ বলে ১৬ রান। এর পরের বছর ইডেন গার্ডেনে বেঙ্গলের বিপক্ষে ১৮৯ বলে করেন ১০৩ রান।
সবমিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে আর্যমান খেলেছেন ৯টি ম্যাচ। যেখানে ২৭.৬০ গড়ে করেছেন ৪১৪ রান। রয়েছে ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরিও। এছাড়াও চারটি ‘লিস্ট এ’ ম্যাচও খেলেছেন।
এদিকে ২০১৮ সালের আইপিএল নিলামে ৩০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস। দল নিলেও তাকে খেলানো হয়নি কোনো ম্যাচে। টানা দুই আসর বসিয়ে রেখে ২০১৯ সালের নভেম্বরে আর্যমানকে ছেড়ে দেয় ফ্রাঞ্চাইজিটি। এরপর চোটেও জর্জরিত হয়ে পড়েন তিনি। একপর্যায়ে ২০১৯ সালের ডিসেম্বরে ক্রিকেট থেকে সাময়িক বিশ্রামে যাওয়ার কথা বলে ইন্সটাগ্রামে পোস্ট করেন আর্যমান। সেই যে বিরতিতে গেলেন আর ক্রিকেটে ফেরা হলো না তার। সেখানেই তাঁর ক্রিকেট জীবনের সমাপ্তি ঘটে।
এরপর আর্যমান জড়িয়ে পড়েন নিজের পারিবারিক ব্যবসায়িক কাজে। বর্তমানে তিনি একজন পুরোদস্তুর ব্যবসায়ী। ২০২৩ সালে আর্যমান বিড়লাকে আদিত্য বিড়লা ফ্যাশন এন্ড রিটেইল লিমিটেডের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। এছাড়াও আদিত্য বিড়লা ম্যানেজমেন্ট কর্পোরেশন এবং গ্রাসিম ইন্ডাস্ট্রিরও পরিচালক পদে দায়িত্ব পালন করছেন তিনি।
প্রসঙ্গত, ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আর্যমান বিড়লা বর্তমানে আনুমানিক ৭০ হাজার কোটি রুপির মালিক। অন্যদিকে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সম্পত্তির পরিমাণ প্রায় ১ হাজার ৪৫০ কোটি রুপি। অন্যদিকে কোহলি-রোহিতের সম্পদমূল্য এখনও হাজারের ঘর স্পর্শ করতে পারেনি।
ক্রিফোস্পোর্টস/৬ডিসেম্বর২৪/এসআর/বিটি