লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো- সাধারণত বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের মুকুট তাঁদের কাছেই থাকে৷ তবে বর্তমানে মেসি-রোনালদো নয়, ফুটবলারদের মধ্যে সবচেয়ে ধনী ফুটবলার ফাইক বোলকিয়াহ৷ নাম শুনেই নিশ্চয় চমকে উঠেছেন৷ চমক তো থাকারই কথা৷ কারণ ২৫ বছর বয়সী এ ফুটবলার কখনো বড় পর্যায়ের লিগেও খেলেননি৷
ফাইক বোলকিয়াহ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির যুব দলের হয়ে ২ বছর খেলেছেন৷ এর আগে অবশ্য সাউদাম্পটনের যুব দলের হয়েও খেলেছেন তিনি৷ ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা খেলেছেন লেস্টার সিটির হয়ে৷ উইং পজিশনে খেলা এ ফুটবলারের ধনী হওয়ার পিছনে অবশ্য ফুটবলের কোনো সম্পর্ক নেই৷ বরং পারিবারিকভাবেই অর্থবৃত্তের মধ্যে বেড়ে ওঠেছেন বোলকিয়াহ৷
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ের রাজ পরিবারের সন্তান বোলকিয়াহ৷ ব্রুনেইয়ের সুলতান হাসান বোলকিয়াহ হলেন তার চাচা। এছাড়াও তার বাবা প্রিন্স জেফ্রি বোলকিহ দেশটির প্রভাবশালী ব্যক্তি।
ফোবর্সের মতে, যেখানে লিওনেল মেসির বর্তমান সম্পদের মূল্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলার, সেখানে ফাইক বোলকিয়াহ একাই ২০ বিলিয়ন মার্কিন ডলারের মালিক৷
সামান্য ঘড়ি কিংবা কলম কিনতেও পকেট থেকে তাদের খসে যায় কোটি ডলার। তার বাবার আছে রোলস রয়েস, ফেরারি, বেন্টলিসহ ২৩টি বিলাস বহুল গাড়ি। শখের বসে ঘরের আঙিনায় পুষেন বাঘের বাচ্চা!
এতকিছু থাকার পরও ফুটবল প্রেমে ফাইক হতে চেয়েছেন কেবলই ফুটবলার। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও শেকড়ের টানে খেলে ব্রুনাই জাতীয় দলে। ব্রুনেইয়ের অনূর্ধ্ব ১৯, ২১ ও ২৩ দল মাড়িয়ে খেলছেন জাতীয় দলে৷ এছাড়া বর্তমানে থাইল্যান্ডের রাচাবুরি ফুটবল ক্লাবের হয়েও মাঠ মাতাচ্ছেন ফাইক বোলকিয়াহ।
আরও পড়ুন: রিয়াল-বার্সা ম্যাচে গোললাইন বিতর্ক, নেপথ্যে কি?
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৪/টিএইচ/এফএএস