ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (১৭ মার্চ) ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া নারী দল। এর তিন দিন পর ২১ মার্চ প্রথম ওয়ানডেতে অজি নারী ক্রিকেটারদের আতিথ্য দেবে বাঘিনীরা।
ওয়ানডে সিরিজ সামনে রেখে ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দলে অভিজ্ঞ ব্যাটার শামীমা সুলতানা ও অলরাউন্ডার লতা মন্ডলে জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন ১৫ বছর বয়সী অফ স্পিনার নিশিতা আক্তার নিশি। এছাড়া দলে নতুন মুখ ফারজানা হক লিসা।
ওয়ানডে দলে ১৫ বছরের কে এই নিশি?
নিশিতা আক্তার নিশির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত বছরের ৭ নভেম্বর। মাত্র ১৫ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন। সবকটিই এক দিনের ক্রিকেট।
২০২৩ সালের ৭ নভেম্বর পাকিস্তান নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘরের মাঠে অভিষেক হয় তার। ক্যারিয়ারে দ্বিতীয় ম্যাচটি খেলেন ১০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার নিশিতা আক্তার নিশির জন্ম ২০০৮ সালে, খুলনা জেলায়। নিশি মূলত ডানহাতি অফ স্পিন বোলার। এছাড়া ডানহাতে ভালো ব্যাট চালাতে পারেন এই বাঘিনী।
ক্যারিয়ারে মাত্র দুটি ম্যাচেই তার নামের পাশে ২টি উইকেট আছে। প্রথম ম্যাচে ২৬ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। ব্যাট হাতে ছিলেন অপরাজিত। দ্বিতীয় ম্যাচে ২৯ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। তার ঘূর্ণি জাদুতে ভরসা রেখেই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাকে স্কোয়াডে জায়গা দিয়েছেন নির্বাচকরা।
এদিকে এই ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে অজিদের বিপক্ষে শক্তিমত্তার দিক দিয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া, যেখানে বাংলাদেশের বর্তমান অবস্থান সাত নম্বর। তবে ঘরের মাঠে অজিদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নিগার সুলতানার দল। সিরিজের সবকটি ম্যাচ গড়াবে মিরপুরের মাঠে।
১৫ সদস্যদের বাংলাদেশ ওয়ানডে দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিঙ্কি, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিসা।
স্ট্যান্ডবাই:
ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, লতা মন্ডল।
ক্রিফোস্পোর্টস/১৬মার্চ২৪/এসএ