Connect with us
ক্রিকেট

অভিষেক ম্যাচে বাংলাদেশকে কাঁদানো কে এই আমির জাঙ্গু?

Amir Jangoo
অভিষেক ম্যাচে জাঙ্গুর শতক। ছবি- সংগৃহীত

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর অন্তত শেষটিতে জয়ের আশা দেখছিল বাংলাদেশ। আর সেই ম্যাচে জয়ের সম্ভাবনা ভালোভাবেই জাগিয়েছিল টাইগাররা। চলতি বছরে নিজেদের সর্বোচ্চ ৩২১ রান সংগ্রহ করে লাল সবুজের প্রতিনিধিরা। তবে আমির জাঙ্গুর অভিষেক ম্যাচের ঝড়ো সেঞ্চুরিতেই জয়ের আশা ধুলিস্যাৎ হয় বাংলাদেশের।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৬ রানের ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপর কেসি কার্টি ও গুদাকেশ মোতিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন জাঙ্গু। মাত্র ৮৩ বলে ১০৪ রানের অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। যেই ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৬ চার ও ৪ ছক্কার মারে।

নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ম্যাচে বাংলাদেশকে কাঁদানো এই আমির অ্যানথোনি জাঙ্গু কে ছিলেন? যিনি বনে গেছেন ওয়েস্ট ইন্ডিজের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি হাকানো খেলোয়াড়।

আমির জাঙ্গু ১৯৯৭ সালের ১৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের বিপক্ষে গতকাল ১২ ডিসেম্বর ম্যাচ দিয়েই নিজের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। এর আগে ক্যারিবিয়ানের ভিন্ন দুটি দ্বীপ রাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেট খেলেছেন তিনি।

আরও পড়ুন:

» টানা চার ফিফটিতে উড়ন্ত মাহমুদউল্লাহ গড়লেন ছক্কার নতুন রেকর্ড

» বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা করল উইন্ডিজ

২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিস অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ত্রিনিদাদ এন্ড টাবাগো দলের বিপক্ষে নিজের লিস্ট এ ক্যারিয়ার শুরু করেন জাঙ্গু। এর দুই বছর পর সেই ত্রিনিদাদ এন্ড টাবাগোর হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় এই ক্যারিবীয় ক্রিকেটারের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪ এবং লিস্ট এ ক্রিকেটে ৩২.৬৩ গড় রান তার।

গত মাসে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের রিজিওনাল সুপার৫০ কাপে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে দারুন খেলেন জাঙ্গু। সাত ইনিংসে ৮৯.২০ গড়ে ৪৪৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন টুর্নামেন্ট। আর এতেই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের দরজা খুলে যায় জাঙ্গুর জন্য। এছাড়া চার দিনের ঘরোয়া টুর্নামেন্টেও অসাধারণ ব্যাটিং করেছিলাম তিনি।

Amir Jangoo in Super50 tournament

সুপার৫০ টুর্নামেন্টে আমির জাঙ্গু।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে ঝড়ো ব্যাটিং করলেও দেশটির ঘরোয়া টি-টোয়েন্টিতে তেমন খুব একটা ছাপ কখনোই রাখতে পারেননি জাঙ্গু। ২০২০ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো ত্রিনিদাদ এন্ড টাবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। তবে সেবার ব্যাট হাতে খুব বেশি সুযোগ পাননি।

এরপর ২০২২ ও ২৩ সালে জামাইকা তালওয়াহর হয়ে খেলেছেন তিনি। এখন পর্যন্ত এই প্রিমিয়ার লিগে ১২ ইনিংসে মাঠে নামেন আমির জাঙ্গু। সেখানে তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩০ রান। স্ট্রাইকরেট ৮০-এর কিছুটা বেশি, আর গড় ছিল মাত্র ১৩.৫৫ রান। তবে এবার হয়তো ওয়ানডে ক্রিকেট দিয়েই নিজের জাত চেনালেন জাঙ্গু।

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট