Connect with us
ফুটবল

কে এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার? খেলতে চান বাংলাদেশের হয়ে

Jayan Ahmed, USA residential Bangladeshi footballer
জায়ান আহমেদ। ছবি- সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলে সবথেকে বড় খবর হয়ে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। যিনি যোগ দিয়েছেন লাল-সবুজের জার্সিতে। এতে শক্তিমত্তার বিচারে মান বেড়েছে বাংলাদেশের ফুটবলের। এরপর থেকে একাধিক প্রবাসী ফুটবলার আগ্রহ প্রকাশ করছে দেশের হয়ে খেলার।

জানা যায় হামজা চৌধুরীকে অনুসরণ করে বাংলাদেশের হয়ে খেলতে চান আরো অসংখ্য প্রবাসী তরুন ফুটবলার। প্রতিনিয়ত তারা নিজেদের বায়োডাটা এবং খেলার ভিডিও পাঠাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। ফেডারেশনের সংশ্লিষ্ট বিভাগ সেই সকল তথ্য যাচাই-বাছাই করে দেখছে। যার মধ্য থেকে কিছু বায়োডাটা আলাদা করে রাখা হয়েছে সম্ভাব্য তালিকায়।

আবেদন করা প্রবাসী ফুটবলারদের মধ্যে জায়ান আহমেদ একজন। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলারের পাঠানো বায়োডাটা দেখে কিছুটা আগ্রহী বলে জানা গেছে বাফুফে। শীঘ্রই বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এই তরুণ ফুটবলার। বর্তমানে তিনি বাংলাদেশী রয়েছেন। জানুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফেরত যাবেন।

জায়ান আহমেদের বাবা শরিফ আহমেদ এক সংবাদ মাধ্যমকে জানান, ‘দুই একদিনের মধ্যেই আমরা দেখা করবো বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যানের (সাইফুল বারী টিটু) সাথে। তারপরই জানাতে পারবো তারা কতটা আগ্রহী। জায়ানের বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রক্রিয়া শুরু হবে কিনা সে ব্যাপারে।’

আরও পড়ুন:

» ভারত ও পাকিস্তানের পৃথক ম্যাচসহ আজকের খেলা (২৬ ডিসেম্বর ২৪)

» বিপিএলে পারফর্ম করে জাতীয় দলে ফেরার আশা দেখছেন সাব্বির

জায়ান খেলেন লেফটব্যাক হিসেবে। ২০ বছর বয়সী এই ফুটবলার বাবা-মায়ের সাথে বসবাস করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় দলের সদস্য তিনি। বিশ্ববিদ্যালয় দলের সদস্য হয়ে তিনি স্পেন ও ডেনমার্কসহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে ট্রেনিংও করেছেন এবং টুর্নামেন্ট খেলেছেন। এবার স্বপ্ন বলেছেন লাল সবুজের জার্সিতে খেলার।

বিভিন্ন প্রবাসী ফুটবলারের বায়োডাটা ও খেলার ভিডিও আসার বিষয়টি নিশ্চিত করে বাফুফের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন জানান, ‘বাফুফের সাধারণ সম্পাদকের কাছে বেশ কয়েজন প্রবাসী ফুটবলার খেলার আগ্রহ প্রকাশ করে মেইল করেছেন। সভাপতির কাছেও কিছু ফুটবলারের আবেদন আছে। জাতীয় দলের খেলোয়াড় অন্তর্ভূক্তির বিষয়টি ন্যাশনাল টিমস কমিটির হাতে। আর এই কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি। প্রবাসী ফুটবলারদের আবেদনগুলো সভাপতির নেতৃত্বাধীন কমিটিই দেখছেন।’

এর আগে ফিফা থেকে হামজার বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র আসার পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গণমাধ্যমকে বলেছিলেন, তারা আরো প্রবাসী ফুটবলার সার্চ করবেন এবং কিছু খেলোয়াড়ের তালিকা তাদের হাতেও আছে। এবার হামজার পাশাপাশি আরও কিছু মানসম্মত ফুটবলার দলে ভিড়িয়ে শক্তিশালী দল গড়তে চায় বাফুফে।

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল