টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দায়িত্ব নেওয়ার পরপরই তার সহকারী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বোর্ড। আর সেই আবেদনের শেষ সময় ছিল ১ মার্চ পর্যন্ত।
এরপর থেকেই টাইগারদের এই হেডমাস্টারের সহকারী পদে কে যোগ দিচ্ছেন, সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।
এবার বিসিবি সূত্রে জানা গেছে, হাথুরুর সহকারী হতে এ পর্যন্ত ১০ জন আবেদন করেছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন। এরমধ্যে ৬ জনের শর্টলিস্টও করা হয়ে গেছে।
এছাড়া হাথুরুর সহকারী হতে আগ্রহীদের ইতোমধ্যে সাক্ষাৎকার নেওয়ায় হয়েছে। সেসময় বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর এবং বিসিবি পরিচালক জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
আরও জানা গেছে, আগামী ১০-১২ দিনের মধ্যে জানা যাবে সহকারী কোচ কে হচ্ছেন। তবে তিনি একজন বিদেশি।
আরও পড়ুন: মেসির বিকল্প বার্সেলোনার যে ফুটবলারকে দলে নিতে চায় পিএসজি
ক্রিফোস্পোর্টস/০২এপ্রিল২৩/এমবি