ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে রোববার পর্দা নামলো ওয়ানডে বিশ্বকাপ আসরের। ভারতকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ট্রফি উদযাপন করেছে অস্ট্রেলিয়া। এই আসরে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে অসংখ্য ক্রিকেটার। সে সকল প্লেয়ারদের মধ্য থেকে আইসিসি প্রকাশ করল তাদের সেরা একাদশ।
গেল দেড় মাসে অসাধারণ সব মুহূর্ত উপহার দিয়েছে বিশ্বকাপে অংশগ্রহণ করা দলগুলো। অভাবনীয় পারফরমেন্সও করেছে কিছু একক খেলোয়াড়। তাদের নিয়ে গড়া আইসিসির সেরা একাদশে জায়গা পেয়েছে রানার্সআপ দল ভারতের ছয় জন খেলোয়াড়। অন্যদিকে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কেবল দুজন খেলোয়াড় জায়গা পেয়েছে এই তালিকায়।
‘আইসিসি টিম অফ দা টুর্নামেন্টে’র একাদশে ওপেনিং এর দায়িত্বে থাকবে দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তার সাথে থাকবেন ভারতীয় ওপেনার রোহিত শার্মা। রোহিতের কাধেই দায়িত্বে দায়িত্ব থাকবে একাদশের অধিনায়কত্বের।
তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। বিশ্বকাপে তার অতিমানবীয় পারফরম্যান্সে তাকে এই একাদশে জায়গা করে দিতে বাধ্য হয়েছে আইসিসি। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি ৭৬৫ রান করেছেন। যা যেকোনো বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ রান।
চার ও পাঁচ নম্বর জায়গাটি দখল করেছেন যথাক্রমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডারিল মিচেল ও ভারতের ডানহাতি ব্যাটসম্যান লোকেশ রাহুল।
ছয় নম্বরে থাকছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে তার খেলা অভাবনীয় ইনিংসটি দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব। দলের বিপর্যয়ের মুখে ১২৮ বলে ২০১ রানের কালজয়ী সেই অপরাজিত ইনিংসের কারণে আইসিসি ঘোষিত সেরা একাদশে তার নাম থাকাটা কাম্যই ছিল।
সাত এবং আট নম্বরে রয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। যথাক্রমে স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ডানহাতি ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। নয় নম্বরে আছেন শ্রীলঙ্কার বামহাতি স্পিডস্টার দিলশান মাধুশাঙ্কা।
দশ এবং এগারো নম্বরে জায়গা করে নিয়েছেন চলতি বিশ্বকাপের দুই সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ভারতের মোহাম্মদ শামি এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। অতিরিক্ত দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকান ফার্স্ট বোলার জেরাল্ড কোয়েটজি।
‘আইসিসি টিম অফ দা টুর্নামেন্টে’ সেরা একাদশ:
কুইন্টন ডি কক, রোহিত শার্মা, বিরাট কোহলি, ডারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, দিলশান মাধুশাঙ্কা, মোহাম্মদ শামি, অ্যাডাম জাম্পা এবং অতিরিক্ত ক্রিকেটার জেরাল্ড কোয়েটজি।
আরও পড়ুন: এবারের বিশ্বকাপে ব্যাটি-বোলিং বিভাগে সেরা হলেন যারা
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৩/এসএফ/এমটি