Connect with us
ক্রিকেট

আইপিএলে কোন দলের মালিক কে?

IPL Franchise Owners
মালিকানায় রয়েছে বিভিন্ন ব্যক্তিত্ব থেকে শুরু করে বড় বড় কোম্পানির নাম। ছবি- সংগৃহীত

ক্রিকেটে নামে-ভারে সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি লিগ আইপিএল৷ দেখতে দেখতে আইপিএলের ১৭তম আসরের দ্বারপ্রান্তে চলে এসেছে ক্রিকেট ভক্তরা৷ আগামী ২২ মার্চ ব্যাটে-বলে ধুন্ধুমার লড়াই শুরু হচ্ছে৷ প্রথম ম্যাচে আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএল। তবে আইপিএলে কোন দলের মালিক কে? এ নিয়ে যেন আগ্রহের কমতি নেই। 

নামকরা ক্রিকেটারদের দলে ভেড়াতে প্রতি আসরে কাড়ি কাড়ি অর্থ খরচ করে ফ্রাঞ্জাইজি দলগুলোর মালিকপক্ষ৷ এই মালিকপক্ষের মধ্যে রয়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় সিনেমা, ব্যবসায়িক ব্যক্তিত্ব থেকে শুরু করে বড় বড় কোম্পানির নাম।

আইপিএলে কোন দলের মালিক কে?

চেন্নাই সুপার কিংস

আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস৷ টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা ঘরে তুলেছে চেন্নাই। সর্বশেষ আসরেও শিরোপার ছোঁয়া পেয়েছে তারা৷ সবমিলিয়ে আইপিএলের ২০১০, ২০২১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

চেন্নাইয়ের মালিকানায় রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের কোম্পানি ইন্ডিয়া সিমেন্ট লিমিটেড। বর্তমানে দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং৷

মুম্বাই ইন্ডিয়ান্স

Mumbai indians

মুম্বাই ইন্ডিয়ানস। ছবি: সংগৃহীত।

চেন্নাইয়ের মতো আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স৷ দুই দলই আইপিএলে সমান পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএলের ১৬টি আসরের মধ্যে ১০ বারই শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। বাকি ৬টি আসরে আইপিএল দেখেছে ভিন্ন চ্যাম্পিয়ন।

মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানায় রয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি৷ দলটির অফিশিয়াল স্বত্ব মুকেশ আম্বানির কোম্পানি রিলায়্যান্স ইন্ড্রাস্ট্রি। এছাড়া দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে৷

কলকাতা নাইট রাইডার্স

আইপিএল-এ চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের একক আধিপত্যের তালা ভেঙে তৃতীয় সফল হয়ে ওঠেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ আসরের চ্যাম্পিয়ন তাঁরা। এছাড়া আইপিএলে আর কোনো দল একবারের বেশি চ্যাম্পিয়ন হতে পারেনি৷

কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান৷ তাঁর কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট রয়েছে মালিকানায়। এছাড়া বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতার কোম্পানি মেহতা গ্রুপও কলকাতার মালিকানায় রয়েছে৷ সর্বশেষ নিলামে রেকর্ড দামে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে তারা। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত৷

সানরাইজার্স হায়দরাবাদ

আইপিএলের প্রথম আসরের জনপ্রিয় দল ডেকান চার্জার্সের পরিবর্তে পরের আসরে আইপিএলে নাম লেখায় সানরাইজার্স হায়দরাবাদ। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার ও বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দারুণ পারফরম্যান্সের প্রথম বারের মতো শিরোপার ছোঁয়া পায় দলটি। দলটির মালিক কালানিথি মারান৷ তাঁর কোম্পানি সান টিভি নেটওয়ার্ক বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের মালিকানায় রয়েছে। হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন টম মুডি৷

রাজস্থান রয়্যালস

আইপিএলের প্রথম আসরেই বাজিমাত করেছিল রাজস্থান রয়্যালস৷ কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের নেতৃত্বে দলটি আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়৷ বর্তমানে দলটির মালিক একক কোনো ব্যক্তি বা কোম্পানি নয়৷ একাধিক মালিকানায় চলছে রাজস্থান রয়্যালস৷ ইউকে এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান মনোজ বাদালে, ফক্স করপোরেশনের সিইও লাচলান মারডক এবং রেডবার্ড ক্যাপিটালসহ একাধিক পার্টনারের মালিকানায় চলছে রাজস্থান রয়্যালস৷ দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন কুমার সাঙ্গাকারা।

গুজরাট টাইটান্স

আইপিএলের নিজেদের অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটান্স। দলটি হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ২০২২ আসরের আইপিএলের শিরোপা ঘরে তোলে৷ গুজরাট টাইটান্সের মালিক সিদ্ধার্থ প্যাটেল৷ তিনি সিভিসি ক্যাপিটালসের পার্টনার হিসেবে দলটির মালিকানার দায়িত্বে রয়েছেন৷ ২০২১ সালে সিভিসি ক্যাপিটালস ৫৬২৫ কোটি রুপিতে গুজরাট টাইটান্সকে কিনে নেয়৷ বর্তমানে দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন আশিষ নেহরা।

পাঞ্জাব কিংস

punjab Kings

পাঞ্জাব কিংস। ছবি- সংগৃহীত

আইপিএলের সবকটি আসরে অংশগ্রহণ করেও এখনো শিরোপার দেখা পায়নি পাঞ্জাব কিংস৷ দলটির মালিকানায় একাধিক নাম রয়েছে৷ সবচেয়ে জনপ্রিয় নামটি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা৷ এছাড়া রয়েছেন ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া,অ্যাপিজে গ্রুপের করণ পাল এবং ভারতীয় ব্যবসায়ী মোহিত বর্মণ। দলটির প্রধান কোচের ভূমিকায় রয়েছেন অনিল কুম্বলে।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

আইপিএলে সবচেয়ে বেশি শিরোপার কাছাকাছি গিয়েও সাফল্য পায়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০০৯, ২০১১ ও ২০১৬ আইপিএলে ফাইনাল খেলেলেও এখনা শিরোপার ছোঁয়া পায়নি দলটি৷ ক্রিস গেইল, শেন ওয়াটসন, ভিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের বড় নামদের দলে ভিড়িয়েও সাফল্যের দেখা পায়নি দলটি৷ দলটির মালিকানায় রয়েছে অ্যালকোহল জাতীয় পানীয় তৈরির প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস। দলটির প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সঞ্জয় বাঙ্গার৷

দিল্লি ক্যাপিটালস

২০২০ আইপিএলের রানার্সআপ৷ এখন পর্যন্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সাফল্য এটুকুই৷ সেবার ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে না হারলে প্রথম শিরোপার স্বাদ পেতে পারতো দলটি৷ শুরুর দিকে দিল্লি ডেয়ারডেভিলস নামে খেললেও পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় দিল্লি ক্যাপিটালস। দলটির মালিকানায় রয়েছে জেএসডব্লিউ ও জিএমআর গ্রুপ। যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সজ্জন জিন্দাল। দলটির প্রধান কোচ হিসেবে রয়েছেন রিকি পন্টিং৷

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

আইপিএলের ২০২২ আসরে অভিষেক হয় নতুল দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের৷ এখন পর্যন্ত দলটি খেলেছে দুটি আসর। দলটির মালিকানায় রয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা৷ তিনি ৭০৯০ কোটি রুপিতে ফ্রাঞ্জাইজি দলটি কিনেন৷ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের প্রধান কোচের ভূমিকায় এবার দায়িত্ব পেয়েছেন জাস্টিন ল্যাঙ্গার।

আইপিএলে কোন দলের মালিক কে? এ নিয়ে ক্রিকেট ভক্তদের আগ্রহ সব সময় আলোচনায় থাকবে। কেননা ভারতের ধনকুবের থেকে শুরু করে বলিউড তারকারা দলগুলোর নেপথ্যে রয়েছেন।

আরও পড়ুন: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার যারা 

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট