আইপিএলে ছেলেরা যা করতে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে, তাই করে দেখালো মেয়েরা। প্রথম বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো তারা। দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে বেঙ্গালুরু।
গতকাল রোববার (১৭ মার্চ) রাতে ফাইনাল ম্যাচে ঘরে মাঠে আগে ব্যাট করতে নেমে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন-রানার্সআপ দলসহ টুর্নামেন্টে আলো ছড়ানো নারী ক্রিকেটেররা পেয়েছেন বিভিন্ন পুরস্কার। অর্থের ঝঞ্জনানিতে সর্বদা সয়লাব থাকা আইপিএলে বিশাল অঙ্কের প্রাইজমানি প্রদান করা হয়েছে।
কে পেল কত টাকা প্রাইজমানি:
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেয়েছে সর্বোচ্চ ৬ কোটি রুপি। রানার্সআপ দল দিল্লির পকেটে ঢুকেছে ৩ কোটি রুপি। ফাইনালের মঞ্চে সর্বোচ্চ ৩ ছক্কা হাকানো শেফালি ভর্মা পেয়েছেন ১ লক্ষ রুপি। গোটা অসরেও সবচেয়ে বেশি ছয় হাকিয়েছেন তিনি। তাই পেয়েছেন আরও ৫ লক্ষ্য রুপি।
টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আসরে পার্পল ক্যাপ জিতেছেন শ্রেয়াঙ্কা পাটেল। তিনি পেয়েছেন ৫ লক্ষ্য রুপির প্রাইজমানি। এছাড়া আসরের ইমার্জিং ক্রিকেটার হিসেবে আরও ৫ লক্ষ্য টাকা পেয়েছেন পাটেল। ৯ ম্যাচ সর্বোচ্চ ৩৪৭ রান করা এলিস প্যারি জিতেছেন অরেঞ্জ ক্যাপ। তিনি প্রাইজমানি হিসেবে পেয়েছেন ৫ লক্ষ্য রুপি।
অলরাউন্ড পারফরমেন্স করে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা গোটা আসরে ব্যাট হাতে ২৯৫ রান করার পাশাপাশি হাত ঘুড়িয়ে পেয়েছেন ১০ উইকেট। এই পুরস্কারের পাশাপাশি তিনিও পেয়েছেন ৫ লক্ষ্য রুপি প্রাইজমানি। এছাড়া আর্থিক প্রাইজমানি ছাড়াও কিছু পুরস্কার প্রদান করা হয়েছে।
টুর্নামেন্টের সেরা ক্যাচ তালু বন্দি করার পুরস্কার পেয়েছেন সাজিভান সাজানা। আসরের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়াও ইলেক্ট্রনিক স্ট্রাইকার অব দ্য ম্যাচ পুরস্কার জুটেছে শেফালি ভর্মার। ফাইনাল ম্যাচে ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করা সোফি মলিনেক্স পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
আরও পড়ুন: কোহলিরা পারেননি: ব্যাঙ্গালুরুকে আইপিএল শিরোপা জেতালো মেয়েরা
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৪/এফএএস