Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির পর কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ?

Bangladesh coach Phil Simmons
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ছবি- ক্রিকইনফো

চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ফিল সিমন্স। এরই মধ্যে সমাপ্ত হয়েছে তার সেই অধ্যায়। বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষ করে ইতোমধ্যে দেশে ফিরেছে টাইগার ক্রিকেটাররা। সিমন্সও ফিরে গেছেন নিজের দেশে। আর এতেই প্রশ্ন উঠেছে, কে হবেন বাংলাদেশের পরবর্তী প্রধান কোচ?

পূর্ববর্তী কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার সিমন্সকে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ছয় মাসের জন্য জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। স্বল্প সময়ের জন্য তাকে বাজিয়ে দেখার চেষ্টা করেছে ক্রিকেট বোর্ড। এদিকে শোনা যাচ্ছে তার কাজে খুব একটা অসন্তুষ্ট নয় দল।

এর আগে বিভিন্ন কোচের সময় দেখা গেছে স্থানীয় কোচদের গুরুত্ব না দেয়ার বিষয়টি। হলে স্থানীয় কোচরা নিজেদের উন্নতির খুব একটা সুযোগ পেতেন না বড় মঞ্চে। তবে সিমন্স বেশ ভালোভাবেই স্থানীয় কোচদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়ে আসছেন। বর্তমানে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

আরও পড়ুন:

» বিদায় বেলায় হান্নান বললেন ‘সাকিব একজনই’

» বাংলাদেশ আজ যেভাবে পেতে পারে বাড়তি ৩ কোটি টাকা

শোনা যাচ্ছে এই ক্যারিবিয়ান কোচের সঙ্গে নতুন করে চুক্তি সম্পন্ন করতে পারে বিসিবি। বোর্ডের কেউ কেউ বলছেন, সিমন্স হয়তো খুব অসাধারণ মানের কোন কোচ নন; আবার কোন বাজে কোচও নন। তবে ক্রিকেটার এবং স্থানীয় কোষদের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। যা তাকে দল পরিচালনায় ভবিষ্যতে সহযোগিতা করবে।

অবশ্য এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানায়নি বিসিবি। ধারণা করা হচ্ছে এরই মধ্যে নতুন চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষ থেকে চুক্তির শর্তে সমঝোতা হলে নতুন করে যোগ দিতে পারেন তিনি। আর চুক্তির আনুষ্ঠানিকতা সারতে বিলম্ব হলে, ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করতে পারেন মোহাম্মদ সালাহউদ্দিন।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট