আশরাফ হাকিমি, মোহামেদ সালাহ ও ভিক্টর ওসিমহেন স্থান পেয়েছেন আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়। মোহাম্মদ সালাহ এর আগেও দুইবার এই পুরষ্কার জিতেছেন। তবে এবারই প্রথম হাকিমি ও ওসিমহেন এই তালিকার সেরা তিনে জায়গা করে নিয়েছেন।
চলতি বছর নভেম্বরের এক তারিখ ৩০ জনের তালিকা প্রকাশ করেছিল আফ্রিকান ফুটবল কনফেডারেশন। সেখান থেকে এই তিন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে।
আগামী ১১ ডিসেম্বর আফ্রিকান ফুটবল কনফেডারেশন এবারের বিজয়ীর নাম ঘোষণা করবে। এই মুহূর্তে সবার মনে একটি প্রশ্ন, কে হবে আফ্রিকার সেরা ফুটবলার?
কারাত বিশ্বকাপে মরোক্কোকে সেমিফাইনালে তোলার পেছনে বড় ভূমিকা ছিল হাকিমির। ফলে আফ্রিকার সেরা ফুটবলার এর তালিকার সেরা তিনে স্থান পেয়েছেন তিনি।
অপর দিকে, নাপোলিকে ৩৩ বছর পর লিগ শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন ওসিমহেন। লিগ জুড়ে ২৬ গোল করেছেন এই নাইজেরিয়ান। ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি।
উল্লেখ্য, এবারের ব্যালন ডি’অরের তালিকায় অষ্টম স্থানে ছিলেন ওসিমহে, তালিকার ১১ তম স্থানে ছিলেন মোহাম্মদ সালাহ। তবে হাকিমি জায়গা করতে পারেননি।
আরও পড়ুন: বিশ্বকাপের আরও তিনটি আসরে মেসিকে দেখতে চান ফিফা সভাপতি
ক্রিফোস্পোর্টস/৮ডিসেম্বর২৩/এমএ