Connect with us
ক্রিকেট

আসন্ন সিরিজে কে থাকছেন ভারতের কোচের দায়িত্বে?

দায়িত্ব ছাড়ার আগে দলকে বিশ্বকাপ উপহার দেওয়ার থেকে বড় প্রাপ্তির আর কি হতে পারত। তবে শেষ বেলায় স্বপ্ন পূরণ হয়নি রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেটে পরাজিত হয় ভারত। আর এই ম্যাচ দিয়েই ভারত দলের সাথে চুক্তি শেষ হয় দ্রাবিড়ের।

২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দিয়ে ভারত ক্রিকেটে শেষ হয় রাহুল দ্রাবিড় পর্ব। তাই ফাইনাল শেষে অফিশিয়ালি আর ভারত দলের কোচ হিসেবে থাকছেন না তিনি। মূলত বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ২০২১ সালে রবি শাস্ত্রীকে সরিয়ে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয় ভারতের কিংবদন্তি খেলোয়ার রাহুল দ্রাবিড়ের ওপর।

ভারত ক্রিকেট দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় জিতেছেন এশিয়া কাপ। এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল দল। তার অধীনে ২০২২ টি-টোয়ৈন্টি সালে যাত্রা ছিল সেমিফাইনাল অব্দি। তবুও বোর্ডের আস্থা ছিল দ্রাবিড়ের প্রতি। তবে শেষ পর্যন্ত পূরণ করতে পারেননি কোটি ভারতীয়ের এক দশকের শিরোপা আকাঙ্ক্ষা।

জানা যায় বিশ্বকাপের পর এখন পর্যন্ত চুক্তির বিষয়ে রাহুল দ্রাবিড়ের সাথে যোগাযোগ করেনি ক্রিকেট বোর্ড। চুক্তি নবায়ন করার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত তাদের নেই। নতুন কোচ কে হবেন সে সম্পর্কেও কিছু জানায়নি বিসিসিআই।

এদিকে বিশ্বকাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ নেই দলের। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে শুরু হবে ভারতের অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তার পরপরই আছে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ।

এই দুই সিরিজের জন্য ভারতের কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণকে। এর আগেও দ্রাবিড় বিশ্রামে থাকাকালীন তিনিই ছিলেন অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায়। তাই এই দুই সিরিজেও সাবেক এই ক্রিকেটারকে দেখা যেতে পারে কোচের দায়িত্বে।

আরও পড়ুন: বাংলাদেশ-লেবাননের জমজমাট ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট