Connect with us
ক্রিকেট

শান্তর পরবর্তী অধিনায়ক কে হবেন? ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি

BCB President Faruk Ahmed
ফারুক আহমেদ। ছবি: সংগৃহীত

চলতি বছরে ১২ ফেব্রুয়ারি তিন সংস্করণে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাটিং ব্যর্থতায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের বাজে পারফরমেন্স মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা। এ জন্য নানাভাবে সমালোচিত হচ্ছেন শান্ত। ফলে এমন সমালোচনার মুখে পড়ে তার অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার গুঞ্জন উঠেছে ।

ব্যাট হাতে বারবার ব্যর্থ হওয়ার পাশাপাশি ভারত সফরে হোয়াইটওয়াশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে হারের কারণে সমালোচিত হচ্ছেন শান্ত। এরই মধ্যে অধিনায়কত্ব থেকে সরে গিয়ে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। এমনটাই গুঞ্জন উঠেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই বলেননি বাংলাদেশের এই অধিনায়ক।

শান্তর পরবর্তী ক্যাপ্টেন কে হবেন এ নিয়ে চলছে নানান আলোচনা। অধিনায়ক হওয়ার প্রতিযোগিতায় আছেন বেশ কয়েকজন। মূলত ব্যক্তিগত পারফরমেন্সে উজ্জ্বল থাকায় পরবর্তী অধিনায়ক হওয়ার আলোচনায় আছেন তারা।

পরবর্তী টাইগার অধিনায়ক হওয়ার সবচেয়ে বেশি আলোচনায় আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ (বৃহস্পতিবার) বিসিবি সভাপতি ফারুক আহমেদও গণমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটি জানিয়েছেন।

চট্টগ্রামে গণমাধ্যমকে বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘অবশ্য মিরাজ ইজ ওয়ান, সেটা আপনারা জানেন কেন। সে তিন সংস্করণে খেলছে। দুইটা সংস্করণে তো সিওর খেলে। তার অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে।’

এর আগে নাজমুল হাসান শান্তর অধিনায়কত্ব ছাড়ার সম্পর্কে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন,’ আমি জানিনা কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে নাজমুল এই সম্পর্কে কথা বলেছে কি না। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে অনেক সময় ওদের অনেক চাপ সৃষ্টি করে। যে কোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো। যদি ছাড়তে চায় বা এমন কিছু মনে করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে।’

আরও পড়ুন: দেশে ফিরেছেন সাফ জয়ী ফুটবলাররা

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট