
আফগানিস্তান সিরিজে খেলছেন না দলের নিয়মিত উইকেটরক্ষক লিটন কুমার দাস। জ্বরের কারণে এই সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। লিটনের পরিবর্তে প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের ভূমিকা পালন করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তবে চোটের কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন এই তারকা।
মুশফিক না থাকায় সিরিজের বাকী দুই ওয়ানডেতে বিকল্প কাউকে উইকেটের পেছনে দেখা যাবে। ইতোমধ্যে জ্বর কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন লিটন দাস। তবে বাকী দুই ম্যাচের জন্য মুশফিকের বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে কাউকে পাঠানো হবে না। দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন জাতীয় নির্বাচক প্যানেলের এক সদস্য।
আফগানিস্তান সিরিজের দলে মুশফিক ছাড়াও আরো দুইজন উইকেটরক্ষক ব্যাটার রয়েছেন। তার হলেন জাকির হাসান ও জাকের আলী অনিক। শেষ দুই ম্যাচে দুজনের মধ্যে থেকে একজনকে দেখা যাবে উইকেটরক্ষকের ভূমিকায়।

জাকের আলী অনিক ও জাকির হাসান। ছবি- সংগৃহীত
আরও পড়ুন:
» আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের
» কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে এবার নিলামে নামছে পাঞ্জাব কিংস
গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উইকেটরক্ষকের দায়িত্ব পালনের সময় আঙুলে চোট পান মুশফিক। এই চোটের পর দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। পরবর্তীতে এক্সরের পর তার আঙ্গুলে ফাটল ধরা পড়েছে। যার কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
অবশ্য প্রথম ওয়ানডেতে চোট নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিক। যদিও মাঠে বেশিক্ষণ টিকতে পারেননি। ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বল খেলে ১ রান করে আউট হয়ে যান তিনি।
মাহমুদউল্লাহ-মুশফিকদের ব্যাটিং বিপর্যয়ের পর ২৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষের ২৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এতে ৯২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০ তে পিছিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই।
আগামী রবিবার (৯ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। শারজায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/বিটি
