Connect with us
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন যারা

Bangladesh Team
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসন্ন এই টুর্নামেন্টে গ্রুপ ‘এ’- তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবাইয়ে এবং পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে টিম টাইগার্স।

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পরিচালনার জন্য গত ৫ ফেব্রুয়ারি ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোক এবং অস্ট্রেলিয়ার পল রাইফেল। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে ইংল্যান্ডের মাইকেল গফ এবং ম্যাচ রেফারি হিসেবে অস্ট্রেলিয়ার ডেভিড বুনকে দায়িত্বে দেখা যাবে।

Umpires in Bangladesh's Matches in ICC Champions Trophy

পল রাইফেল এবং কুমার ধর্মসেনা। ছবি- সংগৃহীত


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেসব ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত

» দলে না থেকেও দুবাই যাচ্ছেন হাসান, জানা গেল কারণ


ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তান পাড়ি জমাবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানের আহসান রাজা এবং শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে অস্ট্রেলিয়ার রড টাকারকে এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। রাওয়ালপিন্ডির এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের হিসেবে থাকবেন মাইকেল গফ এবং আদ্রিয়ান হোল্ডস্টোক। টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে পল রাইফেলকে এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ার হিসেবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচসহ মোট ৪টি ম্যাচ পরিচালনা করবেন তিনি। এর মধ্যে দুটি ম্যাচে অনফিল্ড আম্পায়ার এবং একটি ম্যাচে টিভি আম্পায়ার ও একটি ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই বাংলাদেশি।

ক্রিফোস্পোর্টস/১০ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট