Connect with us
ক্রিকেট

সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দিলে ফাইনালে যাবে কারা?

সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দিলে ফাইনালে যাবে কারা?

আজ শুরু হচ্ছে বিশ্বকাপের শেষ চারের ম্যাচ। প্রথম সেমিফাইনালে আজ (১৫ নভেম্বর) মাঠে গড়াবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজেয় ভারত চাইবে এই ম্যাচটি জিতে ফাইনালে পা রাখতে। তবে গত আসরের ফাইনালিস্ট নিউজিল্যান্ডও ছেড়ে কথা বলবে না।

সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে এই ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। মুম্বাইয়ের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তবে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং সঙ্গে থাকবে বাতাস।

সেমিফাইনালের ম্যাচগুলোতে থাকছে রিজার্ভ ডে’র সুবিধা। তাই আজ ম্যাচে বৃষ্টি বাগড়া দিলে যদি ম্যাচ শেষ করা না যায়, তবে তা গড়াবে পরবর্তী দিন অর্থাৎ ১৬ই নভেম্বর। বৃষ্টির কারণে ম্যাচের খেলা যেখানে শেষ হবে পরবর্তী দিন রিজার্ভ ডেতে সেখান থেকেই খেলা পুনরায় শুরু হবে।

কিন্তু রিজার্ভ ডে’তেও যদি বৃষ্টির কারণে দুই দল কমপক্ষে ২০ ওভার করে ব্যাটিং করার সুযোগ না পায়, তবে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। এক্ষেত্রে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দল জয়ী হিসেবে ঘোষিত হবে। সে ক্ষেত্রে এগিয়ে থেকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যাবে ভারত।

আরও পড়ুন: যে কারণে রোনালদোর উপহার নিজেও ব্যবহার করেন না এই তারকা

ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট