বেশ কিছুদিন যাবত শোনা যাচ্ছিল অস্ট্রেলিয়া সিরিজে নাও থাকতে পারেন রোহিত শর্মা। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সঙ্গে সফরে যাবেন না এই ভারতীয় অধিনায়ক, জানা গেছে এমনটাই। এমনকি প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এবার জানা গেল রোহিতের পরিবর্তে কে ধরতে পারেন দলের হাল।
আগামী ২২ নভেম্বর শুরু হওয়ার কথা বোর্ডর-গাভাস্কার ট্রফি। এই সময়ে দ্বিতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন রোহিত। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এই সফরে দলের সঙ্গে যাচ্ছেন না তিনি। গতকাল রোববার প্রথম বহরে অস্ট্রেলিয়া পৌঁছেছে ভারত দলের একাংশ। বাকি সদস্যদের যাওয়ার কথা রয়েছে আজ। তবে সেখানে থাকছেন না রোহিত।
তবে এখনো নিশ্চিত নয় অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে থাকবেন কিনা ভারতের নিয়মিত অধিনায়ক। এই জল্পনা পরিস্কার করলেন না দলের কোচ নিজেও। তবে রোহিত শর্মা দলে না থাকলে তার পরিবর্তে কে নেতৃত্ব দেবেন তা জানিয়ে রেখেছেন ভারতের প্রধান খোঁজ গৌতম গম্ভীর। যেখানে তিনি পরিষ্কারভাবেই এগিয়ে রেখেছেন দলের সহ-অধিরায়ককে।
অর্থাৎ অস্ট্রেলিয়া সফরে যদি দলের সঙ্গে যোগ দিতে না পারেন রোহিত শর্মা, তবে তার পরিবর্তে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দলের অধিনায়ক হবেন জসপ্রিত বুমরাহ। এর আগেও রোহিত শর্মার অনুপস্থিতিতে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে বুমরাহর। তাই রোহিত শর্মা দলের অধিনায়কত্ব করতে পারবেন কিনা তা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করার কারণ দেখছেন না গম্ভীর।
আরও পড়ুন:
» অলিখিত ফাইনালের আগে শেষ মুহুর্তে ছিটকে গেলেন শান্ত
» ডি মারিয়ার জোড়া গোলে পোর্তোকে হারালো বেনফিকা
এদিকে সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর রোহিত শর্মার অস্ট্রেলিয়া সফর নিয়ে অনিশ্চয়তায় চটেছিলেন সুনীল গাভাস্কার। সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, রোহিত যদি দলের সঙ্গে যুক্ত হতে না পারেন তবে বিকল্প হিসেব সহ-অধিনায়ককে নেতৃত্বের ভার দেয়া উচিত। এই নিয়ে দলে কোন অনিশ্চয়তা রাখার অবকাশ নেই।
সুনীল গাভাস্কার আশা করেছিলেন প্রধান নির্বাচক আজিত আগারকার সফরের আগেই তেমন কোন ঘোষণা দিয়ে বিষয়টিকে একটি সমাধানে নিয়ে আসুক। তবে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। এদিকে বিসিবির এক সূত্রমতে জানা গেছে সপ্তাহখানেক পর দলের সঙ্গে যুক্ত হতে পারেন রোহিত। তবে প্রথম ম্যাচ খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৪/এফএএস