পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। আজ (সোমবার) লাহোর ফোর্টে এই ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। ড্রাফটে বাংলাদেশের ৩৯ ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছেন ৩ ক্রিকেটার।
বাংলাদেশ থেকে দল পাওয়া এই ৩ ক্রিকেটার হলেন লিটন কুমার দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। এর মধ্যে সবচেয়ে দামি নাহিদ রানা। গোল্ডেন ক্যাটাগরি থেকে এই ক্রিকেটারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। আর লিটন ও রিশাদ দুজনেই ছিলেন সিলভার ক্যাটাগরিতে। লিটনকে দলে নিয়েছে করাচি কিংস এবং রিশাদকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।
তবে এবারের ড্রাফটে দল পাননি নিয়মিত ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মাতানো সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এছাড়া বর্তমান সময়ে বল হাতে দুর্দান্ত ছন্দে থাকা তাসকিন আহমেদকেও দলে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি। তবে দল পাওয়া তিন ক্রিকেটারই প্রথমবারের মতো পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন:
» লিটন বাদ পড়ায় অবাক ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যামব্রোস
» বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে দেখছেন ইংলিশ তারকা
২০২৫ পিএসএলে লিটনের দল করাচি কিংসে খেলবেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। আর এই দলের নেতৃত্বে থাকবেন পাক তারকা শান মাসুদ। এছাড়া কেন উইলিয়ামসন, টিম সেফার্ট, জেমস ভিন্স, খুশদিল শাহ, আমের জামাল, হাসান আলীদের মতো তারকাদের সতীর্থ হিসেবে পাবেন লিটন।
করাচি কিংসের স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, টিম সেফার্ট, লিটন দাস, জেমস ভিন্স, খুশদিল শাহ, আমের জামাল, হাসান আলী, আব্বাস আফ্রিদি, অ্যাডাম মিলনে, ইরফান খান নিয়াজি, আরাফাত মিনহাস, জাহিদ মাহমুদ, মীর হামজা, মির্জা মামুন, ইমতিয়াজ মোহাম্মদ নবী, ওমাইর বিন ইউসুফ উদীয়মান, ফাওয়াদ আলী, রিয়াজুল্লাহ।
রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্সও তারকায় ভরপুর। দুই আসরের চ্যাম্পিয়নদের নেতৃত্বে বরাবরের মতোই থাকছেন শাহীন শাহ আফ্রিদি। সম্প্রতি বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে একসঙ্গে খেলেছেন শাহিন ও রিশাদ। এবার পিএসএলেও একসঙ্গে দেখা যাবে এই দুই ক্রিকেটারকে। এছাড়া সতীর্থ হিসেবে পাবেন ফখর জামান, ড্যারিল মিচেল, হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরার মতো তারকাদের।
লাহোর কালান্দার্সের স্কোয়াড : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, ড্যারিল মিচেল, হারিস রউফ, সিকান্দার রাজা, কুশল পেরেরা, আবদুল্লাহ শফিক, জাহানদাদ খান, জামান খান, ডেভিড উইসি, আসিফ আফ্রিদি, আসিফ আলী, মোহাম্মদ আখলাক, রিশাদ হোসেন, মুহাম্মদ নাঈম, সালমান আলী মির্জা, টম কুরান, মোমিন কামার, মুহাম্মদ আজাব।
বাবর আজমের দল পেশোয়ার জালমিতে খেলবেন গতি তারকা নাহিদ রানা। এই দলটিও তারকায় পরিপূর্ণ। যেখানে সতীর্থ হিসেবে বাবর আজম ছাড়াও সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আলী, আলজারি জোসেফের মতো ক্রিকেটারদের পাবেন নাহিদ।
পেশোয়ার জালমির স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, মোহাম্মদ হারিস, হোসেন তালাত, নাহিদ রানা, আবদুল সামাদ, করবিন বোশ,মোহাম্মদ আলী, আলজারি জোসেফ, আরিফ ইয়াকুব, মেহরান মুমতাজ, সুফিয়ান মোকিম, ম্যাক্স ব্রায়ান্ট, নাজিবুল্লাহ জাদরান, আহমেদ দানিয়াল, আলী রাজা, মাজ সাদাকাত।
ক্রিফোস্পোর্টস/১৩জানুয়ারি২৫/বিটি