গেল কিছুদিন আগেও ক্রিকেট পাড়ায় আলোচনা ছিল বিরাট কোহলিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রাখা হবে কিনা তা নিয়ে। তবে বিরাটের সাম্প্রতিক ফর্ম এ নিয়ে কোন প্রকার ধোঁয়াশা রাখার সুযোগ দিচ্ছে না। বরং বিশ্ব আসরে ওপেনারের ভূমিকায় দেখা যেতে পারে বিরাট কোহলিকে উঠেছে এমন আলোচনা।
মূলত চলতি আইপিএলে তার দল বেঙ্গালুরু সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১ শতক ও ২ অর্ধশতসহ প্রায় ৮০ গড়ে ৩৬১ রান করেছেন তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৪৭.৩৪। টি-টোয়েন্টি ফরমেটে ওপেনিংয়ে দেশের জার্সিতে অবশ্য বিরাটের স্ট্রাইক রেট প্রায় ১৬১।
এদিকে ওয়ানডে বিশ্বকাপের হতাশা ভুলতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়ে খেলার কথা আগেই জানিয়ে রেখেছিল ভারত। তাই আসন্ন টুর্নামেন্টে দলের ওপেনিং স্লট আরও শক্তিশালী করতে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলিকে খেলানোর কথা ভাবছে বিসিসিআই। দৈনিক জাগরণ সূত্রে ভারতের একাধিক গণমাধ্যম সেই খবর প্রকাশ করেছে।
মুম্বাইয়ে জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচক অজিত আগারকারের মধ্যে আলাপকালে এমন সম্ভাবনার কথাই বলা হয়েছে। মূলত যশস্বী জয়সওয়ালের খারাপ ফর্মের কারণে রোহিতের সঙ্গে বিরাটের ওপেন করার বিষয়টি বিবেচনায় আনছে ক্রিকেট বোর্ড। এমনটা হলে জয়সওয়ালের সঙ্গে কপাল পুড়তে পারে জাতীয় দলের আরেক ওপেনার শুভমান গিলের।
অবশ্য সাম্প্রতিক ফর্ম বিবেচনায় জয়সওয়াল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও বিকল্প ওপেনার হিসেবে টিকে যেতে পারেন শুভমান গিল। চলমান আইপিএলে গুজরাটের হয়ে ওপেন করে এখন পর্যন্ত দুটি অর্ধশতক হাকিয়েছেন শুভমান গিল। এদিকে বিরাটের পুরনো তিন নম্বর পজিশনে দেখা যেতে পারে দুর্দান্ত ছন্দে থাকা রিয়ান পরাগকে।
সাধারণত তিন নম্বরে ব্যাট করলেও জাতীয় দলে ওপেনার হিসেবেও বিরাটের পরিসংখ্যান বেশ ভালো। এখন পর্যন্ত ওপেনার হিসেবে নেমে ৯ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় ৫৭ গড়ে ৪০০ রান করেছেন তিনি। যেখানে তার স্ট্রাইক রেটও ১৬০ এর বেশি। তাই সকল কিছু বিবেচনায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে বিরাটকে দেখা যেতেই পারে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে কে কার মুখোমুখি
ক্রিফোস্পোর্টস/১৮এপ্রিল২৪/এফএএস