Connect with us
ফুটবল

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কার খেলা কবে

Copa America
আগামী শুক্রবার থেকে শুরু হবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের লড়াই। ছবি - সংগৃহীত

আজ বুধবার (০৩ জুলাই) কোপা আমেরিকার ৪৮ তম আসরের গ্রুপ পর্বের শেষ দিনের খেলা অনুষ্ঠিত হলো। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। আর এর মাধ্যমেই কোয়ার্টার ফাইনালের আট দল নিশ্চিত হয়ে গেল। যেখানে টুর্নামেন্টে চমক দেখানো কলম্বিয়া অপরাজিত থেকেই শেষ আটে পা দিলেও ব্রাজিলকে কিছুটা খুঁড়িয়ে খুঁড়িয়েই কোয়ার্টার ফাইনাল নিচ্চিত করতে হয়েছে।

চলতি আসরে ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা কলম্বিয়া প্রথম দুই ম্যাচ জিতে ও শেষ ম্যাচে ড্র করে বেশ আরামেই গ্রুপ পর্ব পাড়ি দিয়েছে। অন্য দিকে, প্যারাগুয়েকে হারালেও প্রথম ও শেষ ম্যাচ ড্র করা সেলেসাওদের পথটা তেমন মসৃণ ছিল না। ফলে গ্রুপে দ্বিতীয় হওয়ায় কোয়ার্টারে ব্রাজিলের মোকাবিলা করতে হবে আসরের শক্তিশালী দল উরুগুয়েকে। আর কলম্বিয়ার শেষ আটে প্রতিপক্ষ টুর্নামেন্টে চমক দেখানো পানামা।

তবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শতভাগ জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে। সবার আগে শেষ আট নিশ্চিত করা দলও আলবিসেলেস্তেরা। ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা মেসি বাহিনীর কোয়ার্টারে প্রতিপক্ষ ইকুয়েডর। গ্রুপের আরেক দল কানাডা লড়বে ‘বি’ গ্রুপ থেকে শেষ আটে আসা ভেনেজুয়েলার বিপক্ষে।

আরো পড়ুন : অলিম্পিকের জন্য শক্তিশালী দল ঘোষণা করল আর্জেন্টিনা

তবে গ্রুপ পর্ব থেকেই চিলি ও যুক্তরাষ্ট্রের বিদায় নেওয়া কিছুটা হতাশাব্যাঞ্জকই বটে। এবারে আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে ছিল ২০১৫ ও ২০১৬ সালে কোপা চ্যাম্পিয়ন চিলি। তাই ধারণা করা হয়েছিল, মেসিদের সাথে চিলিই পরের রাউন্ডে উত্তীর্ণ হবে। আর বাদ পড়বে তুলনামূলক কম শক্তিধর কানাডা ও পেরু। তবে শেষ পর্যন্ত আলফনসো ডেভিসের কানাডাই চমক দেখিয়ে শেষ আটের টিকিট পেয়েছে।

চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামী শুক্রবার থেকে। যেখানে বাংলাদেশ সময় সকাল ৭ টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। পরদিন শনিবার একই সময়ে কানাডার প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এর পরদিন (রবিবার) রয়েছে দুইটি ম্যাচ। বাংলাদেশ সময় ভোর ৪ টায় শক্তিশালী কলম্বিয়ার লড়াই পানামার বিপক্ষে। এরপরই সকাল ৭ টায় কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিল।

কোয়ার্টারের লড়াই শেষে ১০ ও ১১ জুলাই দুই সেমিফাইনালের খেলা মাঠে গড়াবে। সেমির পর ১৪ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৫ তারিখ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে কোপা আমেরিকার ৪৮ তম আসরের পর্দা নামবে।

ক্রিফোস্পোর্টস/৩জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল