Connect with us
ক্রিকেট

আইসিসির বর্ষসেরা পুরস্কার উঠছে কার হাতে

England's Joe Root and Harry Brook, India's Jasprit Bumrah and Australia's Travis Head
চারজন ক্রিকেটারের মধ্যে কারা বর্ষসেরা হতে পারেন, তা নিয়ে চলছে বিশ্লেষণ। ছবি- সংগৃহীত

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি প্রতি বছর স্যার গারফিল্ড সোবার্স ট্রফি প্রদান করে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারকে সম্মানিত করে। ২০২৪ সালের এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য সম্প্রতি সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় স্থান পেয়েছেন চারজন অসাধারণ ক্রিকেটার—ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুক, ভারতের জাসপ্রিত বুমরাহ এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। 

স্যার গারফিল্ড সোবার্স ট্রফি আইসিসি ২০০৪ সালে চালু করে। এটি বর্ষসেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য প্রবর্তিত হয়, যেখানে তিন ফরম্যাটের ক্রিকেটে সারা বছরের পারফরম্যান্স বিবেচনা করা হয়। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকতা, দক্ষতা এবং দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখা খেলোয়াড়রা এই সম্মান পান।

গত কয়েক বছরে এই ট্রফি জিতেছেন বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার, যেমন—ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের বেন স্টোকস, এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। এই ট্রফি অর্জন করা শুধু একজন ক্রিকেটারের জন্য নয়, বরং তার দেশের ক্রিকেটের জন্যও বড় গর্বের বিষয়।


আরও পড়ুন :

» ওভার রেট বাড়াতে এসে জয়ের নায়ক ট্রাভিস হেড

» বিপিএল-র ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর ২৪)

» দর্শকের ঢল, হাই স্কোরিং ম্যাচ- কেমন ছিল বিপিএলের প্রথম দিন


Joe Root's Double hundred in 100th Test

জো রুট। ছবি- সংগৃহীত

জো রুট (ইংল্যান্ড)

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট ২০২৪ সালে তার অভিজ্ঞতার আলোকে ব্যাট হাতে রাজত্ব করেছেন।

টেস্ট পারফরম্যান্স

রুট বছরের ১৩ টেস্টে ৬ সেঞ্চুরি ও অসংখ্য গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ১,৫৫৬ রান সংগ্রহ করেছেন।

ব্যাটিং স্টাইল

তার নিখুঁত টেকনিক এবং ধৈর্য পূর্ণ ব্যাটিং ইংল্যান্ডকে কঠিন পরিস্থিতি থেকে বারবার উদ্ধার করেছে। রুটের পারফরম্যান্স শুধু রান সংগ্রহে সীমাবদ্ধ নয়, তার ব্যাটিং ইংল্যান্ডের দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ম্যাচে দৃষ্টান্ত স্থাপন করেছে।

হ্যারি ব্রুক (ইংল্যান্ড)

হ্যারি ব্রুক, মাত্র ২২ বছর বয়সে, ২০২৪ সালে ইংল্যান্ডের উদীয়মান তারকা হয়ে উঠেছেন।

টেস্টে দুর্দান্ত সাফল্য

তিনি ১২ টেস্টে ১,১০০ রান করেছেন, যেখানে রয়েছে চারটি সেঞ্চুরি। তার ক্যারিয়ার সেরা ৩১৭ রানের ইনিংস পাকিস্তানের বিপক্ষে ছিল উল্লেখযোগ্য।

বিশেষ কৃতিত্ব

ব্রুক বছরের একটি সময়ে টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছিলেন।

jasprit bhomra

জাসপ্রিত বুমরাহ। ছবি- সংগৃহীত

জাসপ্রিত বুমরাহ (ভারত)

ভারতের পেস সেনসেশন জাসপ্রিত বুমরাহর জন্য ২০২৪ সাল ছিল অসাধারণ।

বিশ্বকাপ জয়ের নায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি ভারতকে ১৩ বছর পর বিশ্বকাপ জেতান।

টেস্ট পারফরম্যান্স

তিনি ১৩ টেস্টে ৭১ উইকেট নিয়ে নিজেকে টেস্ট ক্রিকেটের শীর্ষ বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

অনন্য কৃতিত্ব

বুমরাহ ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন।

Travis Head against India

ট্রাভিস হেড। ছবি- সংগৃহীত

ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেড তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফর্ম করেছেন।

টেস্ট পারফরম্যান্স

৯ টেস্টে ৩ সেঞ্চুরির সাহায্যে ৬০৮ রান করেছেন।

সাদা বলের ক্রিকেট

টি-টোয়েন্টিতে ১৫ ম্যাচে ৫৩৯ রান এবং ওয়ানডেতে ৫ ম্যাচে ২৫২ রান করেছেন।

বোলিংয়ে ভূমিকা

তিনি পার্টটাইম বোলার হয়েও মেলবোর্ন টেস্টে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছিলেন।

আইসিসির বর্ষসেরা পুরস্কার উঠছে কার হাতে, চলছে বিশ্লেষণ

হ্যারি ব্রুক— তার তরুণ বয়স ও বিশাল স্কোর করার দক্ষতা তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে।

জো রুট— টেস্ট ক্রিকেটে তার ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা তাকে তালিকার শীর্ষে রাখছে।

জাসপ্রিত বুমরাহ— বিশ্বকাপ জয়ের নায়ক এবং টেস্টে শীর্ষ বোলার হওয়ার কারণে তিনি বড় দাবিদার।

ট্রাভিস হেড— তিন ফরম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, যা তাকে জয়ের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী করেছে।

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়ায় ক্রিকেট বিশেষজ্ঞদের পাশাপাশি দর্শকদের মতামতকেও গুরুত্ব দেয়। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে ভক্তরা ১০ জানুয়ারি পর্যন্ত তাদের পছন্দের খেলোয়াড়ের জন্য ভোট দিতে পারবেন।

২০২৪ সালের স্যার গারফিল্ড সোবার্স ট্রফি কে জিতবেন, তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তবে এই চারজন ক্রিকেটারই তাদের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন তারা এই মর্যাদাপূর্ণ পুরস্কারের যোগ্য। বর্ষসেরা ক্রিকেটার নির্বাচন শুধুমাত্র এই চারজনের জন্য নয়, বরং ক্রিকেটপ্রেমীদের জন্যও একটি রোমাঞ্চকর মুহূর্ত।

এদিকে মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার র‍্যাচেল হেইহো ফ্লিন্ট ট্রফির সংক্ষিপ্ত তালিকাও প্রকাশিত হয়েছে। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচনে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের এমিলিয়া কার, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। তারা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট ও বল হাতে অসাধারণ ভূমিকা রেখেছেন।

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২০২৪/আইএইচআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট