Connect with us
ফুটবল

ফিফা বেস্ট ২০২৩: মেসি ছাড়া অন্যান্য পুরস্কার পেলেন যারা

FIFA THE BEST 2023
কাদের হাতে উঠলো ফিফা বেস্ট? বছরের সেরা হলেন যারা

সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষণা হলো ফিফা বেস্ট ২০২৩। আর্লিং হালান্ড ও এমবাপ্পেকে হারিয়ে আবারও সেরার পুরস্কার উঠেছে মেসির হাতে। ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’ এর ১২ নম্বর অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী টানা দ্বিতীয় ফিফা বেস্ট উঠলো মেসির হাতে।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে লন্ডনে ফিফা ‘দ্য বেস্ট’ এর জমকালো আয়োজনে ফিফা বেস্ট ২০২৩ ঘোষণা হয়। পুরুষ ফুটবলের সেরার নাম ঘোষণা হওয়ার পর পুরো রাত ছিল নারী ফুটবলারদের জন্য। বেশ কিছু ঘটনার রেশ উঠে আসে মঞ্চে।

নারীদের সেরা ফুটবলার
স্পেন ও বার্সেলোনার ফরোয়ার্ড আইতানা বোনমাতির মেয়েদের দ্য বেস্ট বর্ষসেরা নির্বাচিত হন। পুরস্কার পাওয়ার পর বোনমাতি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ কথায় বলেন, আমি সেই শক্তিশালী নারীদের প্রজন্মের একজন, যারা এই খেলার সঙ্গে বিশ্বকেও পাল্টে দিচ্ছে।

Image

স্পেন ও বার্সেলোনার ফরোয়ার্ড আইতানা বোনমাতির মেয়েদের দ্য বেস্ট বর্ষসেরা নির্বাচিত হন

বেস্ট কোচ (পুরুষ)
ম্যানসিটির হয়ে ট্রেবল জেতা কোচ পেপ গার্দিওলার হাতেই উঠেছে ছেলেদের দ্য বেস্ট কোচের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাঘি ও ইতালির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি। ট্রফিটি গার্দিওলা ভাগ করে নিতে চেয়েছেন এ দুজনের সঙ্গে।

Image

ট্রেবল জেতা কোচ পেপ গার্দিওলার হাতেই উঠেছে ছেলেদের দ্য বেস্ট কোচের পুরস্কার

বেস্ট কোচ (নারী)
মেয়েদের ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান।

Image

ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান সেরা নারী কোচ হয়েছেন

দ্য বেস্ট গোলকিপার (পুরুষ)
সিটির হয়ে ট্রেবলজয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এডারসনের হাতে উঠেছে ছেলেদের দ্য বেস্ট গোলকিপারের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে ছিলেন মরক্কোর ইয়াসিন বুনু এবং রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া।

ম্যানসিটির হয়ে ট্রেবলজয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এডারসনের হাতে উঠেছে ছেলেদের দ্য বেস্ট গোলকিপারের পুরস্কার

দ্য বেস্ট গোলকিপার (নারী)
ইংল্যান্ড ও ম্যানইউর গোলকিপার মেরি আর্পস টানা দ্বিতীয়বার পেলেন মেয়েদের দ্য বেস্ট গোলকিপারের ট্রফি।

ম্যানইউর গোলকিপার মেরি আর্পস টানা দ্বিতীয়বার পেলেন মেয়েদের দ্য বেস্ট গোলকিপারের ট্রফি

ফিফা ফেয়ারপ্লে
বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ফিফা ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে ব্রাজিল জাতীয় দল। রবার্তো কার্লোস ও রোনালদোদের নিয়ে ট্রফিটি নিয়েছেন ব্রাজিলেরই বিশ্বকাপজয়ী কিংবদন্তি কাফু।

বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ফিফা ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে ব্রাজিল

ফিফা ফ্যান পুরস্কার
গত বছর আর্জেন্টিনার শীর্ষ লিগে বারাকাস-কোলন ম্যাচে নিজের বাচ্চাকে বোতলে দুধ খাওয়াতে খাওয়াতে ম্যাচ দেখছিলেন যে আর্জেন্টিনার ক্লাব কোলনের যে সমর্থক, সেই হুগো দানিয়েল ইনিগুয়েজ জিতেছেন ফিফা ফ্যান পুরস্কার।

বাচ্চাকে দুধ খাওয়াতে খাওয়াতে খেলা দেখা হুগো দানিয়েল জিতেছেন ফিফা ফ্যান পুরস্কার

অনুষ্ঠানের গত বছর প্রয়াত তিন কিংবদন্তি মারিও জাগালো, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ববি চার্লটনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন: আবারও ফিফা বেস্ট মেসি, অ্যাওয়ার্ড নিলেন অঁরি, ছিল জামালের ভোটও

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল